গুরুতর অসুস্থ শাহরুখ খান(Shah Rukh Khan)। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মঙ্গলবার কেকেআর ফাইনালে ওঠার আনন্দে আহমেদাবাদের মাঠে খুবই উচ্ছসিত দেখা গিয়েছিল এসআরকে-কে। হঠাৎ কী হল তাঁর?
বুধবার সকাল ১১ টা নাগাদ অসুস্থ বোধ করেন। এরপর দুপুর ১টার সময় শাহরুখকে ভর্তি করা হয় আমহমেদাবাদের কে ডি হাসপাতালে( KD Hospital in Ahmedabad।
মঙ্গলবার আইপিএল-এর প্রথম কোয়ালিফারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল কলকাতা নাইট রাইডার্সের। সেখানে একটানা ছিলেন কিং খান। বুধবার সকাল ১১টা নাগাদ অসুস্থবোধ করেন। প্রাথমিক চিকিৎসার পরেও পরিস্থিতি খারাপের দিকে যায়। এরপর দুপুর ১টা নাগাদ আমহমেদাবাদের কেডি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালে ভর্তি করে নেওয়া হয় শাহরুখকে।
চিকিৎসকরা জানিয়েছেন ,ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোকের কারণেই অসুস্থ হয়ে পড়েন কিং খান, তবে এখন তিনি স্থিতিশীল আছে বলে জানা গিয়েছে। পর্যাপ্ত বিশ্রাম নিতে পরামর্শ দেওয়া হয়েছে কিং খানকে। উল্লেখ্য, আহমেদাবাদে এই মুহুর্তে প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অতিরিক্ত গরমের কারণেই হিট স্ট্রোট হয়ে গিয়েছে কিং খানের। বলিউডের বাদশার অসুস্থতার খবরে উদ্বিগ্ন তাঁর অনুগামীরা। তাঁর দ্রুত সুস্থতার কামনা করছে সকলেই। কারণ আগামী রবিবার আইপিএল-এর ফাইনাল। চিপকের মাঠে কেকেআর ফ্যান থেকে শুরু করে শাহরুখ খানের ফ্যান সকলেই দেখতে চায় এসআরকে-কে। সর্বোপরি ফাইনাল খেলবে কেকেআর মাঠে তো থাকতেই হবে কেকেআর-এর মালিককে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)