পাম অ্যাভিনিউ ছেড়ে তিনি কখনই যেতে চাননি।ওই দু’কামরার ফ্ল্যাটেই ছিল তাঁর বহু স্মৃতি। এই ফ্ল্যাটে ছড়িয়ে থাকা বই, বিছানা, গানের ক্যাসেটের মধ্যেই ছিল তাঁর জীবনযাপন। সেই পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে শেষ বারের মতো যাত্রা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রবীণ সিপিএম নেতার মরদেহ লালপতাকায় মুড়ে তোলা হল শববাহী শকটে। তার পর সেটি রওনা দেয় পিস ওয়ার্ল্ডের উদ্দেশে। উপস্থিত জনতা খালি গলায় ধরল ‘দ্য ইন্টারন্যাশনাল’। বৃষ্টিভেজা দুপুরে ছড়িয়ে গেল, ‘শেষ যুদ্ধ শুরু আজ কমরেড, এসো মোরা মিলি এক সাথ..!’’ বৃহস্পতিবার সারারাত পিস ওয়ার্ল্ডেই শায়িত রাখা হবে তাঁর মরদেহ।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হবে বুদ্ধদেববাুর মরদেহ। সাড়ে ১১টা পর্যন্ত বিধানসভায় রাখা হবে মরদেহ। সেখানেই রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হতে পারে তাঁকে। তারপর সেখান থেকে আলিমুদ্দিনে বামেদের পার্টি অফিসে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রায় ৩টে পর্যন্ত শায়িত রাখা হবে তাঁর মরদেহ। এরপর বিকেল ৪টে নাগাদ এনআরএস-এ তাঁর শেষ ইচ্ছে মতো দেহদান করা হবে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন পাম অ্যাভিনিউ-এর বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস। গভীর শোকপ্রকাশ করেছেন তাঁরা। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শ্রদ্ধা জানাতে বহু রাজনীতিবিদ থেকে শুরু করে অগণিত মানুষ ভিড় জমিয়েছিলেন সেখানে।বৃহস্পতিবার পূর্ণ দিবস ছুটির ঘোষণা করেছে রাজ্য সরকার।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)