শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মরদেহ। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, বিধায়করা শেষবারের মতো শ্রদ্ধা জানান তাঁকে।

Buddhadeb Bhattacharjee Death: আড়ম্বরহীন শেষযাত্রা! গান স্যালুটে আপত্তি দলের, আলিমুদ্দিনে দীর্ঘ লাইন

Bengal National News Politics
Share this news

বৃহস্পতিবার প্রয়াত হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য(Buddhadeb Bhattacharjee)। ওদিন পাম অ্যাভনিউ-এর বাড়ি থেকে পিস ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর মরদেহ। শুক্রবার সকালে পিস ওয়ার্ল্ড থেকে বিধানসভায় নিয়ে যাওয়া হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী মরদেহ। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিধানসভার স্পিকার থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী, বিধায়করা শেষবারের মতো শ্রদ্ধা জানান তাঁকে।

এরপর বিধানসভা থেকে আলিমুদ্দিনে সিপিএম-এর পার্টি অফিসে নিয়ে আসা হয় প্রয়াত বুদ্ধবাবুর মরদেহ। সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে ও সম্মান জানাতে হাজির হয়েছিলেন প্রকাশ কারাট, বৃন্দা কারাট, সূর্যকান্ত মিশ্র, বিমান বসু সহ ৯ জন পলিটব্যুরোর সদস্য। এছাড়াও বামেদের নেতা, কর্মী-সমর্থকরা উপস্থিত হয়েছিলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে।আলিমুদ্দিনে আসেন সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, দেবদূত ঘোষ সহ টলিউডের বেশ কিছু অভিনেতাও । এদিন আলিমুদ্দিনের সামনে অগণিত মানুষের ভিড় দেখা গেল। 

বুদ্ধদেব ভট্টাচার্যর শেষযাত্রা প্রসঙ্গে সিপিআইএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘বুদ্ধাদেব ভট্টাচার্য আড়ম্বরহীন জীবন পালন করেছেন, তাঁর শেষ যাত্রা আড়ম্বরহীনভাবেই হবে। গান স্যালুটের কোনও প্রশ্নই নেই। ২০১১ সালে বুদ্ধবাবুর সঙ্গে, সিপিএম-এর সঙ্গে রাজ্য সরকারের সম্পর্ক চুকে গেছে।’ রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি কিছুটা ক্ষোভও উগড়ে দিলেন এদিন সাংবাদিকদের সামনে। উল্লেখ্য, বৃহস্পতিবার প্রয়াত বুদ্ধবাবুকে পূর্ণ মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হবে, গান স্যালুট দেওয়া হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গান স্যালুটে দলের আপত্তির কথা স্পষ্ট করে দেন সেলিম।

বিকেল ৪টে নাগাদ তাঁর ইচ্ছে অনুসারে এনআরএস-এ দেহদান প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আলিমুদ্দিন থেকে অন্তিম যাত্রায় সামিল বাম নেতৃত্ব থেকে শুরু করে অগণিত বাম কর্মী-সমর্থকরা।শেষ বিদায় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যকে!

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *