নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) আয়করের ক্ষেত্রে খুব সামান্য পরিবর্তন হতে দেখা গেল এবারের বাজেটে। তৃতীয় বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতেই বাজেটে আয়করের কোনও পরিবর্তন হয় কি না, তা নিয়ে অনেক জল্পনা ছিল বটে।

Budget 2024: স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার! নতুন আয়কর কাঠামোয় নূন্যতম পরিবর্তনে আশাহত মধ্যবিত্তরা

National News
Share this news

পুরনো ব্যবস্থায় (ওল্ড রেজিম) আয়করের ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হল না এ বছরের কেন্দ্রীয় বাজেটে। তবে নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) আয়করের(Income Tax) ক্ষেত্রে খুব সামান্য পরিবর্তন হতে দেখা গেল এবারের বাজেটে। 

লোকসভা নির্বাচনের আগে ‘ভোট অন অ্যাকাউন্ট’ বা অন্তর্বর্তী বাজেট পেশ করেছিল দ্বিতীয় নরেন্দ্র মোদীর সরকার। সেই অন্তর্বর্তী বাজেটে আয়কর কাঠামোয় কোনও পরিবর্তনের কথা ঘোষণা করা হয়নি। কিন্তু তৃতীয় বারের জন্য মোদী সরকার ক্ষমতায় আসতেই বাজেটে(Budget 2024) আয়করের কোনও পরিবর্তন হয় কি না, তা নিয়ে অনেক জল্পনা ছিল বটে।

কিন্তু মধ্যবিত্তের আশায় কিছুটা জলই ঢাললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitaraman)।  আয়করের ক্ষেত্রে কিছু ছাড়ের কথা ঘোষণা করেছেন তিনি ঠিকই। নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার করা হল। নতুন ব্যবস্থায় (নিউ রেজিম) ১৭,৫০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা।

আয়কর ছাড়ের ক্ষেত্রের বাজেটে কী ঘোষণা হল, এক নজরে

• ০ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনও কর দিতে হবে না।

• ৩ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয় হলে কর দিতে হবে ৫ শতাংশ।

• বার্ষিক আয় ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা হলে কর দিতে হবে ১০ শতাংশ।

• বার্ষিক আয় ১০ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে ১৫ শতাংশ হারে।

• ১২ লক্ষ টাকা থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে ২০ শতাংশ।

• বছরে আয় যদি ১৫ লক্ষ টাকার বেশি হয় তা হলে ৩০ শতাংশ হারে দিতে হবে কর।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *