সপ্তাহের প্রথম দিন সাতসকালে বড়বাজারে(Burrabazar) নাখোদা মসজিদের কাছে প্লাস্টিকে গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। দমকলের ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে বলে জানা গিয়েছে। ভোর ৫টা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে।
যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ করে দমকলকর্মীরা। কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। ওই এলাকা পরিদর্শন করেন তিনি।
মেয়রের আগেই উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়, বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত হাজির হন সেখানে। ‘তাপস রায় নোংরা রাজনীতি করতে এসেছে’ এমনটাই মন্তব্য করে তৃণমূল। পাল্টা তাপস রায় সংবাদ মাধ্যমকে বলেন, ‘নোংরা রাজনীতি সুদীপ ব্যানার্জি করেন, তাপস রায় কোনওদিন করেন না’। তাপস রায়কে নিয়ে ওই মন্তব্যের পরই তৃণমূল-বিজেপি বচসা, হাতাহাতি, ধাক্কাধাক্কি শুরু হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় সামিল হতে গিয়ে রাজনৈতিক উত্তাপে ছেয়ে গেল এলাকা। পরে সাংবাদিক বৈঠকে তৃণমূলকে নিশানা করেন তাপস রায়, ‘অসহায় মানুষের পাশে দাঁড়ানোটা তৃণমূল সহ্য করতে পারছে না’।
শহরের এক অগ্নিকাণ্ডকে ঘিরে রাজনৈতিক তরজা। ভোটের মরসুমে কোনও ঘটনাকেই যেন রাজনীতির পরিসরে আনা থেকে রেয়াত করা হচ্ছে না। একটা দুর্ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলির মধ্যে কাদা ছোড়াছুড়ি অব্যাহত।