মানিকতলা(Maniktala) উপনির্বাচনে(ByElection) তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে সুপ্তি পাণ্ডে(Supti pandey)কে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রীর নামেই ছাড়পত্র দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্বাচনী এজেন্ট হচ্ছেন অনিন্দ্য রাউত এবং আহ্বায়ক হচ্ছেন কুণাল ঘোষ(Kunal Ghosh)।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রয়াত হন মানিকতলার দীর্ঘদিনের বিধায়ক সাধন পাণ্ডে। সাধন পাণ্ডে প্রয়াত হওয়ার প্রায় ২৮ মাস পর মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে।
লোকসভা নির্বাচন শেষ হতে না হতেই , উপনির্বাচনের দামামা বেজে যাবার পরই এবার জোর কদমে চলছে প্রচার। রবিবাসরীয় সকালে মানিকতলা বাজার সংলগ্ন বিডন স্ট্রিট থেকে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষ প্রচার শুরু করেন মানিকতলা বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সুপ্তি পাণ্ডের সমর্থনে।আটটি ওয়ার্ড ঘুরে, সকাল সকাল মিছিল করলেন তিনি। মানিকতলা উপনির্বাচনে আহ্বায়ক কুণাল ঘোষ এদিন বলেন, ‘এটা তৃণমূল কংগ্রেসের পরিবার, সবাই একসঙ্গে কাজ করবে, আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক’।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)