তাঁর প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন রাজ্যপাল

C V Anand Bose: টানাপোড়েনের জের, উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল

Bengal News Politics
Share this news

রাজনৈতিক টানাপোড়েনের জেরে কমিশনের নিষেধাজ্ঞা একরকম মেনেই নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস(C V Anand Bose)। তাঁর প্রস্তাবিত উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন রাজ্যপাল। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ভোটের সময় সম্ভাব্য হিংসা রুখতে এবং মানুষের পাশে থাকতেই তিনি নির্বাচনের সময় রাস্তায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সংবিধান অনুযায়ী কেউ রাজ্যপালকে বাধাও দিতে পারে না। কিন্তু তাঁর এই উদ্যোগকে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে। যা রাজ্যপাল পদের মর্যাদাকে লঙ্ঘন করছে। রাজনীতির দাবা খেলায় ঘুঁটি হিসাবে ব্যবহার হতে চান না বলেই তিনি এই সফর বাতিল করছেন বলে রাজ্যপাল জানান। তবে সাধারণ মানুষের জন্য রাজভবনের পিস রুম ২৪ ঘণ্টাই খোলা থাকবে বলে তিনি জানিয়েছেন।

রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল তৃণমূল।ভোটের আগে উত্তরবঙ্গ সফরে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। যদিও রাজ্যপালের সফরকে সমর্থন করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন,’রাজ্যপাল একদম ঠিক কাজ করেছেন’। কিন্তু শেষ পর্যন্ত রাজনৈতিক বিতর্ক এড়াতে আপাতত উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *