প্রধানমন্ত্রী কলকাতা আসার আগে এমন কাণ্ড! রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন এক মহিলা। ওই মহিলা রাজভবনে কর্মরত বলে দাবি করেছেন। বৃহস্পতিবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে যখন তিনি দেখা করতে যান, তখনই তাঁর সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে, এমনটাই অভিয়োগ করেন ওই মহিলা।
তবে পুলিশের তরফে এ বিষয়ে কিছু জানানো হয়নি। রাজভবনের তরফেও কিছু বিবৃতি প্রকাশ করা হয়নি।বৃহস্পতিবার রাতে রাজভবনে রাত্রিবাস করবেন মোদী, তার আগে এমন ঘটনায় শোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। আর এহেন পরিস্থিতিতে সরব হয়েছে রাজ্যের শাসকদল। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেছেন, ‘একটি মেয়ের শ্লীলতাহানি হয়েছে, এটা ক্ষমাযোগ্য নয়।’ তিনি আরও বলেছেন, ‘এসবের জন্য বাংলার বদনাম হচ্ছে, বাইরে থেকে এসে বাংলাকে কলঙ্কিত করা হচ্ছে’।
তবে রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি তথা ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেছেন, ‘আমি আনন্দ বোসকে অনেক দিন চিনি। তিনি একজন প্রবীণ এবং দক্ষ অবসরপ্রাপ্ত আইএএস অফিসার।তাঁর বিরুদ্ধে এই অযোগের পিথনে কোনও চক্র আছে বলে মনে হয়’।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)
jani na khobor ta koto ta sotti ba mittha, tobe sotti hole khub e baje