কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪(Cannes Film Festival 2024)-এর উদ্বোধনী অনুষ্ঠানকে আরও আকর্ষণীয় করে তুলল ‘মেসি’(Messi)। রেড কার্পেটে দাঁতে ক্যামেরা স্টিক নিয়ে চার পায়ে লেজ নাড়াতে নাড়াতে হেঁটে বেরাচ্ছে সে।”অ্যানাটমি অফ আ ফল”-এ স্নুপ চরিত্রে অভিনয়ের জন্য ২০২৩ সালে অতি মর্যাদাপূর্ণ Palme d’Or জিতেছিল এই কুকুরটি। ২০২৪ সালের অস্কারের অনুষ্ঠানে তার উপস্থিতির জন্য কুকুরটি আগেই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়৷ এবার কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বমহিমায় দেখা গেল তাকে।
মঙ্গলবার ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধনের রাতে রেড কার্পেটে উপর তার প্রশিক্ষকের নির্দেশ মতো ঘুরে বেরাতে দেখা গেল মেসিকে। ক্যামেরার স্টিক দাঁতে নিয়ে ২০২৪ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালে সেলেবদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে মেসি।এদিন নিজের মতন করে এক অসাধারণ ভূমিকা পালন করল মেসি। অনুষ্ঠানের অতিথিদের খুব সুন্দর মুহুর্ত উপহার দিয়েছে সে। সকলে মেসির উপস্থিতিকে বেশ উপভোগ করেছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)