lovely maitra newsai24x7

বিপাকে লাভলি মৈত্র! আরজিকর নিয়ে বেফাঁস মন্তব্যের জেরে মামলা গড়াল হাইকোর্টে

Bengal News
Share this news

আরজিকর নিয়ে চিকিৎসকদের আন্দোলনকে অসন্মান, ডাক্তারদের হুমকি দেওয়ার অভিযোগে হাইকোর্টে মামলা সোনারপুরের বিধায়ক ও অভিনেত্রী লাভলি মৈত্র-এর বিরুদ্ধে। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজের মামলা দায়ের করার অনুমতি। শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গত রবিবার এক জনসভায় যোগ দিয়েছিলেন  বাংলা সিরিয়ালের অভিনেত্রী লাভলি মৈত্র। সেখানে বর্তমানে আরজিকরের ঘটনায় আন্দোলনকারী ডাক্তারদের উদ্দেশ্যে তিনি বলেন, “দিনের পর দিন আন্দোলনের নামে মানুষকে হয়রানি করা হচ্ছে। গরিব মানুষ যারা চিকিৎসার জন্য আসে, যারা গ্রামবাংলা থেকে আসে, যারা প্রান্তিক এলাকা থেকে আসে, যাদের চিকিৎসা করার ক্ষমতা নেই প্রাইভেট হাসপাতালে গিয়ে, আজকে তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।” তিনি  আরও বলেন, “কোনও চিকিৎসা হচ্ছে না। এরা মানবিক? এরা মানুষ? কসাইতে পরিণত হচ্ছে দিনের পর দিন ডাক্তাররা।” এই বক্তব্যের পর তাঁকে দলের তরফে তাকে সতর্ক করা হয়।

এই ঘটনায় সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছিলেন সিপিএম নেতা ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট সায়ন বন্দ্যোপাধ্যায়। এবার তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ মামলা দায়ের করার অনুমতিও দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *