ভোটের মাঝেই প্রকাশিত হচ্ছে একের পর এক বোর্ডের পরীক্ষার ফল। ২ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এবার CBSE ক্লাস টেন ও টুয়েলভের রেজাল্ট কবে প্রকাশিত হবে, তার দিনক্ষণ ঘোষণা করে দিল সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন।
৩ মে, শুক্রবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রীয় বোর্ডটি। তাদের ওয়েবসাইটে এই সংক্রান্ত নোটিস দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে আগামী ২০ মে-র পর প্রকাশিত হবে এবছরের ফলাফল। একই দিনে দশম ও দ্বাদশ দুই ক্লাসের ফল (CBSE Result 2024 ) প্রকাশ হতে পারে বলে খবর। ভোটের জন্যই এই তারিখ পিছোল বলে অনুমান অনেকের। ২০মে-র পর ফল প্রকাশ করা হবে এমনটা জানালেও ঠিক কবে প্রকাশিত হবে, তা এখনও জানায়নি সিবিএসই।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)