নাটকীয় উদ্ধার অভিযান। প্রাণে বাঁচল এক ছোট্ট শিশু

Chennai: জানালার বাইরের অংশে আটকে ছোট্ট শিশু! নাটকীয় উদ্ধার অভিযানের ভিডিও ভাইরাল

National News
Share this news

এক অসাধারণ নাটকীয় উদ্ধার অভিযান। প্রাণে বাঁচল এক ছোট্ট শিশু। চেন্নাইয়ের আভাদির থিরুমুল্লাইভোয়ালের ঘটনা। একটি অ্যাপর্টমেন্টের জানালার বাইরের প্লস্টিক সিট পাতা ঢালু অংশের উপর এক বেকায়দা পরিস্থিতিতে ঝুলছে ছোট্ট একটি শিশু। কী ভয়ংঙ্কর দৃশ্য! যে কোনও মুহুর্তে একটা অঘটন ঘটে যাওয়ার সম্ভাবনা।আশেপাশের বিল্ডিং এর মহিলারা ওই দৃশ্য দেখতে পেয়ে চিকার শুরু করে দিয়েছিলেন।

আসন্ন বিপদ থেকে শিশুটিকে রক্ষা করতে বাসিন্দারা সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে দ্রুত একটি বড় কাপড় বিছিয়ে দেয়। তাতেও তাকে নামানোর উপায় হয় না। অবশেষে একটি মানব পিরামিড তৈরি করেছিল যার দ্বারা শিশুটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়।

কীভাবে ঘটল এমন ঘটনা?

জানা গিয়েছে, শিশুটি তার মায়ের কোলে খেলার সময় ঘটনাক্রমে পিছলে প্লাস্টিক সিটে ঢাকা জানলার বাইরের অংশে পড়ে গিয়েছিল। তারফলেই এত বড় বিপত্তি ঘটে। এই উদ্ধার অভিযানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীাতিমত ভাইরাল হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *