সোমবার আইসিএসই-আইএসসি-র ফল প্রকাশিত হল।

CISCE Result 2024 Out: আইসিএসই-আইএসসি-র ফলপ্রকাশ, মেয়েদের পাসের হার বেশি

National News
Share this news

লোকসভা নির্বাচচন চলাকালীন সোমবার আইসিএসই-আইএসসি-র ফল প্রকাশিত হয়ে গেল। দুটি পরীক্ষাতেই মেয়েদের পাসের হার ছেলেদের তুলনায় বেশি।ICSE ক্লাস টেনে পাসের হার ৯৯.৪৭ শতাংশ, অন্যদিকে ISC ক্লাস টুয়েলভে পাসের হার ৯৮.১৯ শতাংশ

ICSE ক্লাস টেনে-এ ৯৯.৮ শতাংশ নম্বর পেয়ে  টপারের তালিকায় ৯ জন। নজরকাড়া সাফল্য দিল্লি বোর্ডের আইসিএসই-তে। এরাজ্যে পাসের হার ৯৯.২২ শতাংশ।

চলতি বছরে ২১ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত চলতি বছরে ICSE পরীক্ষা হয়েছিল।  এবং পাশাপাশি দ্বাদশ শ্রেণির (ISC) পরীক্ষা হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *