সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) তার অফিসিয়াল ওয়েবসাইটে ctet.nic.in-এ কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা (CTET জুলাই 2024) অস্থায়ী উত্তরপত্র প্রকাশ করেছে।

CTET Answer Key 2024:  CTET-র উত্তর সহ ওএমআর শিট প্রকাশিত! বিস্তারিত জানুন

Jobs National News
Share this news

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) তার অফিসিয়াল ওয়েবসাইটে ctet.nic.in-এ কেন্দ্রীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা (CTET জুলাই 2024)(Central Teather Eligilbility Test) অস্থায়ী উত্তরপত্র প্রকাশ করেছে।   উত্তর(CTET Answer Key) সহ ওএমআর(OMR) শিটগুলির স্ক্যান কপিগুলিও প্রকাশ করা হয়েছে।  সমস্ত উপস্থিত প্রার্থীরা রোল নম্বর এবং জন্ম তারিখ ব্যবহার করে  নিজেদের ওএমআর শিট দেখতে পারবেন।

চলতি বছরে CTET  পরীক্ষা সারা দেশের ১৩৬ টি শহরের পরীক্ষা কেন্দ্রে ৭ জুলাই অনুষ্ঠিত হয়েছিল।  পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হয় – সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।  

 উত্তরপত্র প্রকাশ করার পরে, কোনও প্রার্থী নিজের ওএমআর শিট দেখে যদি উত্তরপত্র চেকিং নিয়ে আপত্তি জানাতে চায়, তবে প্রতি প্রশ্নে ₹1,000 ফি দিতে হবে বলে জানিয়েছে বোর্ড। এই ফি ছাড়া উত্তরপত্র চ্যালেঞ্জ করা যাবে না। আর এই টাকা ফেরতযোগ্য নয়।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *