রেমালের তাণ্ডবে(Cyclone Remal Impact) বিপর্যস্ত মহানগরী(Kolkata)। রাতভর ঝড়বৃষ্টিতে বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে। রাস্তাঘাটে যানবাহন কম। বালিগঞ্জ, ঢাকুরিয়া, পার্কস্ট্রিট, আলিপুর সহ বিভিন্ন জায়গায় হাঁটুজল।
পার্ক-স্ট্রিট ও এসপ্ল্যানেডের মাঝে মেট্রো(Metro) ট্র্যাকে জল জমে যাওয়ায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়। সপ্তাহের প্রথম দিনে সকাল থেকে মেট্রো পরিষেবা ব্যাহত, বাস, ট্যাক্সি রাস্তায় কম থাকায় চরম দুর্ভোগের মুখে পড়েন অফিস যাত্রীরা। অন্যদিকে লাইনে গাছ পড়ে যাওয়ায় সকালের দিকে বন্ধ ছিল শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন। শিয়ালদহ-হাসনাবাদ শাখাতেও ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ট্রেন চালু হলে মারাত্মক ভিড় হতে শুরু করে ট্রেনগুলিতে। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
ঝড়ে সর্বাধিক ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগণার)South 24 paragans) বিভিন্ন এলাকা। সোমবার দুপুর পর্যন্ত বকখালি, ফ্রেজারগঞ্জে ঝড়ের দাপট চলবে। সাগরদ্বীপ, সুন্দরবন সংলগ্ন এলাকা সহ দক্ষিণ ২৪ পরগণার একাধিক জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, রাস্তাঘাটে গাছ ভেঙে পড়েছে, বিপর্যস্ত জনজীবন।বিভিন্ন এলাকায় কাজ করছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । পূর্ব মেদিনীপুরেও বহু এলাকা বিপর্যস্ত হয়েছে বলে খবর। সোমবার দিঘা যাওয়া-আসার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)