শনিবার রাতেই বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে রেমাল। রবিবারই মাঝরাতে ১১টা থেকে ১টার মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ভূভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল।

Cyclone Remal Update: আজ মাঝরাতে আছড়ে পড়বে রেমাল! ঘণ্টায় ১৩৫ কিলোমিটার বেগে বইবে ঝড়, তাণ্ডব শুরু ভোর থেকেই

Bengal National News Weather
Share this news

 শনিবার রাতেই বঙ্গোপসাগরে(Bay Of Bengal) জন্ম নিয়েছে রেমাল (Cyclone Remal)। আয়লা, আমফান, যশের স্মৃতি উসকে রবিবারই মাঝরাতে ১১টা থেকে ১টার মধ্যে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ভূভাগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল (Cyclone Remal। রবিবার বিকেলের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে রেমাল। ঘণ্টায় ১৩০-১৩৫ কিলোমাটির বেগে ঝড় বইতে পারে। ভোর থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু।ঝোড়ো হাওয়া বইছে দুই ২৪ পরগণা, কলকাতা, পূর্ব মেদিনীপুরে। দুর্যোগের আগের পরিবেশ ইতিমধ্যেই বদলে গিয়েছে।

দ্রুত ধেয়ে আসছে রেমাল। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় সবথেকে বেশি প্রভাব ফেলবে রেমাল। ৬ জেলা- কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও হুগলিতে লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই ৬ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ৬ জেলায় বিকেল ৫টার পর অতি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর। দুই ২৪ পরগণায় ঘণ্টায় ১১০-১২০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।কলকাতায় ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হলুদ সতর্কতা রয়েছে, হতে ভারী বৃষ্টি।

সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, দুই বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবার নদিয়া, মুর্শিবাদাবদে সোমবার বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তেরর জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *