আরও এগিয়ে এসেছে নিম্নচাপ। শনিবার রাতেই শক্তি বৃদ্ধি করে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল(Cyclone Remal)। উপকূলে আছড়ে পড়তে পারে। ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার বেগে ঝড়ের তাণ্ডব চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
শুক্রবার নিম্নচাপটির অবস্থান ছিল সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝামাঝি জায়গায়। ক্রমশ উত্তর ও উত্তর-পূর্ব দিকে নিম্নচাপ এগোচ্ছে। শনিবার সকালেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাবে বলে অনুমান করছেন আবহাওয়াবিদরা। রবিবার গভীর রাতে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখানে স্থলভাগে রেমাল আছড়ে পড়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড় ও নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের সব জেলার বৃষ্টি শনিবার থেকেই। শনিবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। জারি লাল সতর্কতা। দক্ষিণ ২৪ পরগণা সবথেকে বেশি ঘূর্ণিঝড়ের প্রকোপে পড়তে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। এই সব জায়গায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)