সপ্তাহের শেষেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়! ঘূর্ণিঝড় ‘রেমাল’ কী ‘আমফান’, ‘যশের’ মতোই কি ধ্বংসাত্মক হবে? আশঙ্কায় দক্ষিণবঙ্গের মানুষ।

Cyclone Remal: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ! শনিবারই ঘূর্ণিঝড়ে পরিণত! রবিবার বাংলার উপকূলে আছড়ে পড়তে পারে রেমাল!

Bengal News Weather
Share this news

ভোটের বাংলায় দুর্যোগের মেঘ। মঙ্গলবার পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়ে গিয়েছে। আবহাওয়া দফতরের প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী চলতি সপ্তাহের শেষেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড়(Cyclone)! আসন্ন এই ঘূর্ণিঝড়ের নাম রেমাল(Remal), ওমানের দেওয়া। এই আরবিক শব্দের নাম বালি। ঘূর্ণিঝড় ‘রেমাল’ ‘আমফান’ বা ‘যশের’ মতোই কি ধ্বংসাত্মক হবে? আশঙ্কায় দক্ষিণবঙ্গের মানুষ।

মৌসম ভবন সূত্রে খবর, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ জলীয় বাষ্প সঞ্চয় করে ক্রমশ শক্তি বাড়াচ্ছে।দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে আরও উত্তর-পূর্ব দিকে সরে গিয়েছে। বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।২৪ মে, শুক্রবার এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে আরও উত্তর-পূর্বে সরে যাবে। শনিবার, ২৫ মে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে । ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার পর এটার ব্যাপ্তি আরও বাড়বে। এরপর ঘূর্ণীঝড়ের গঠন সম্পূর্ণ হলে তার সম্ভাব্য ল্যান্ডফল, আই ও টেল এন্ড সম্পর্কে বলা সম্ভব হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

তবে রেমাল ঘূর্ণিঝড় সেইরকম ধ্বংসাত্মক রূপ নাও দেখাতে পারে। এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে, তাতে ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে বইবে ঝড়। ২৫ তারিখে আরও পরিষ্কার হবে ঘূর্ণিঝড় রেমালের অভিঘাত ও গতিবেগ সম্পর্কে। বৃহস্পতিবারের আপডেট অনুযায়ী ২৬ তারিখ, রবিবার সন্ধ্যায় ল্যান্ড ফল হতে পারে বাংলাদেশ ও তত্সংলগ্ন পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি আছড়ে পড়তে পারে রেমাল

তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ  সহ ভারী বৃষ্টি হবে জানিয়েছে হাওয়া অফিস। দুই মেদীনাপুর, দুই ২৪ পরগণায়  প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।প্রাকৃতিক দুর্যোগের কারণে শনিবার ষষ্ঠ দফার ভোটে খানিকটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনি-রবিবার উপকূলবর্তী এলাকায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিমি বেগে ঘূর্ণিঝড় হতে পারে। শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার ঝড়ের বেগ কমলেও বৃষ্টি চলবে সারা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *