একটা সন্তান যখন জন্ম নেয়, তখন তার নিজে থেকে চলার ক্ষমতা থাকে না। তবুও সে হাল ছেড়ে না দিয়ে বারবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে। পরক্ষনেই সে হয়তো আবার পড়ে যায়। কিন্তু সেই পড়ে যাওয়াতে থেমে না থেকে সে ফের উঠে দাঁড়ায়। প্রতিবার এভাবেই শিশুটি চেষ্টা চালিয়ে যেতে থাকে। কারণ, তার লক্ষ্য থাকে তখন উঠে দাঁড়াবার। তারপর হঠাতই তার এই চেষ্টা সফল হয়ে যায়। সে উঠে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করে নেয়। সে তারপর হাঁঠতে শেখে, এবং আস্তে আস্তে সে তার নিজের ইচ্ছেমতো সব জায়গাতে যেতে সক্ষম হয়।
প্রিয় দর্শক, এই কথাগুলো বলবার কারণ হল, আমাদেরও সঠিক জায়গায় পৌঁছাতে গেলে বহুবার পড়তে হবে। কিন্তু, পড়ে গিয়ে হতাশ হয়ে থেমে থাকলে হবে না। আবার উঠতে হবে, ঘুরে দাঁড়াতে হবে আগামী পদক্ষেপের জন্য। হাল ছেডে় না দিয়ে আবারও উঠে চলা শুরু করতে হবে।
ভেবে দেখুন আপনার সেই ছোটবেলার দিনগুলো! আপনিও কিন্তু উঠে দাঁড়ানোর জন্য বহুবার পড়েছেন। তারপরও থেমে থাকেননি। আবার অনেকে প্রথমবার হাঁটার চেষ্টা করার সময় গভীর চোট তাকে সহ্য করতে হয়। কিন্তু, তারপরও সে হার মানে না। তার মধ্যে কোনওকিছুর ভয় থাকে না। না পড়ে যাওয়ার না কোনও ব্যাথা পাওয়ার। কারণ, সেই সময় তার লক্ষ্য থাকে একটায় উঠে দাঁড়ানো। সে ততক্ষণ হার মানতে নারাজ যতক্ষণ সে না উঠে দাঁড়াচ্ছে।
আর এখন আপনি একটা ছোট্ট কাজ করতে গিয়ে ঘাবড়ে যান। এমন একটা অসফলতার ভয় আপনার মনে বাসা বাঁধে, যে পড়ে যাওয়ার ভয়ে আপনি চলে আসেন। কোনও ব্যবসা শুরু করার আগে আপনি ভাবেন চলবে কি চলবে না। কোনও চাকরির ইন্টারভিউয়ের আগে আপনি নার্ভাস হয়ে ভেবে নেন যে সিলেক্ট হব কি না।
সবসময় মনে রাখবেন পৃথিবীতে কোনও মানুষ কষ্ট না করে সফলতা অর্জন করতে পারে নি, পারবেও না। হোচট আপনাকে খেতেই হবে। সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে। কিন্তু এরজন্য ভয় পেলে চলবে না। জীবনে অনেক সমস্যা আসবে। কিন্তু সেগুলো আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আপনার পরীক্ষা নেওয়ার জন্য। যে আপনি কতটা প্রস্তুত, কতটা শক্তিশালী। যাতে আপনার পথ চলাটা আরও সহজ হয়ে যায়। লোকের কথায় কান না দিয়ে, নিজের ভয়কে দূরে সরিয়ে ওই ছোট্ট শিশুটির মতো আপনিও এগিয়ে যান জীবনে।