মা হলেন দীপিকা পাডুকোন(Deepika Padukone)। রণবীর(Ranveer Singh)-দীপিকা(Deepika Padukone)র ঘরে এল কন্যাসন্তান।গণেশ চতুর্থীর পরের দিনই অভিনেত্রীর কোল আলো করে তারকা দম্পতির ঘরে এল লক্ষ্মী।
শুক্রবার মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন দীপিকা-রণবীর।রাস্তায় হাতজোড় করে প্রণাম করলেন হাজির সাধারণ মানুষজনদের। সবুজ রঙের বেনারসি শাড়ি পরলেও বলা যায় ন্যুড মেকাপেই গণপতি দর্শনে গিয়েছিলেন তিনি।। শুধু কানে দুল। চুল বাঁধা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ঈশ্বরের আশীর্বাদ নিতে পৌঁছে যান তাঁরা। সিদ্ধি বিনায়কের আশীর্বাদ নিয়ে গতকাল দক্ষিণ মুম্বইয়ে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। জল্পনা ছিলই, আজ, রবিবারই মা হতে পারেন অভিনেত্রী। সেই জল্পনাই সত্যি হয়ে দুই থেকে তিন হলেন দীপিকা-রণবীর।
প্রথমে জানা গিয়েছিল, ২৮-২৯ সেপ্টেম্বর ভূমিষ্ঠ হতে পারে দীপ-বীরের প্রথম সন্তান। কিন্তু তার আগেই সন্তানের জন্ম দিলেন বলিউডের মস্তানি। খবর ছড়াতেই সোশ্যাল মিডিয়ায় উঠেছে শুভেচ্ছার ঝড়।
জানা গিয়েছে, মা হওয়ার পরে দীপিকা কিছুদিন অভিনয় থেকে বিরতি নিতে পারেন। রিপোর্ট অনুযায়ী, সম্ভবত ২০২৫ সালের মার্চ পর্যন্ত মাতৃত্বকালীন ছুটি নেওয়ার পরিকল্পনা করছেন। ছুটির পর ফের কল্কি ২৮৯৮ এডি সিক্যুয়েলের কাজ শুরু করবেন দীপিকা।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)