আবারও রেল দুর্ঘটনা। উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ দুর্ঘটনা কবলে পড়ল ডিব্রুগড় এক্সপ্রেস।লাইনচ্যুত হয়েছে অসমগামী ১৫৯০৪ চণ্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস ট্রেন। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১০ থেকে ১২টি কামরা বেলাইন হয়ে গিয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ দুর্ঘটনাটি ঘটে গোন্ডায় মোতিগঞ্জ ও জিলাহি স্টেশনের মাঝে। দুর্ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কাকরা হচ্ছে। আহতের সংখ্যা বহু।
দুর্ঘটনার পর উত্তর-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিংহ বলেন, ‘গোন্ডার কাছে মোতিগঞ্জ এবং জিলাহির মাঝখানে ডিব্রুগড় এক্সপ্রেস দুর্ঘটনার মুখে পড়ে। কী ভাবে এই ঘটনা ঘটল তা তদন্তসাপেক্ষ। আপাতত উদ্ধারকাজ চলছে। তিন-চার জন মারা গিয়েছেন বলে জানতে পেরেছি। হতাহতের সংখ্যা নির্দিষ্ট করে কিছুক্ষণ পর বলা সম্ভব হবে। উদ্ধারকাজ শেষ হয়নি। উদ্ধার করে আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।’
উদ্ধারকাজ চলছে ঘটনাস্থলে। যুদ্ধকালীন তৎপরতায় আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। রেল যাত্রীদের এবং পরিজনদের সাহাযার্ধে চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর।
ডিব্রুগড়-৯৯৫৭৫৫৫৯৬০, তিনসুকিয়া- ৯৯৫৭৫৫৫৯৫৯, সিমালগুড়ি-৮৭৮৯৫৪৩৭৯৮, মারিয়ানি- ৬০০১৮৮২৪১০, ফুরকাটিঙ- ৯৯৫৭৫৫৫৯৬৬ এবং কমার্শিয়াল কন্ট্রোলের জন্য ৯৯৫৭৫৫৫৯৮৪।
গুয়াহাটি স্টেশনের জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল ০৩৬১২৭৩১৬২১, ০৩৬১২৭৩১৬২২, ০৩৬১২৭৩১৬২৩। লখনউ স্টেশনের জন্য ৮৯৫৭৪০৯২৯২ ও গোন্ডা স্টেশনের জন্য ৮৯৫৭৪০০৯৬৫ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)