Stree 2 ছবির এবারের সবথেকে আকর্ষণের বিন্দু ছিল সারকাটা (Sarkata)। ছবির ট্রেলার লঞ্চ থেকে ছবির মুক্তি এই সারকাটা ছিল যে গল্পের আসল প্লট তা বুঝে গিয়েছিল দর্শক। কিন্তু কে এই সারকাটা? এই চরিত্রে কোন শিল্পী অভিনয় করেছেন? এই প্রশ্ন সকলের মনেই উঠতে থাকে! কিন্তু, ছবির কাস্ট ও ক্র মেম্বাররা এতদিন তাঁকে কোনওভাবেই সামনে আনে নি। আর তাতেই দর্শকের কৌতুহল বাড়তে থাকে।
অবশেষে, সারকাটার রহস্যময় পরিচয়ের হল অবসান। তিনি হলেন সুনীল কুমার (Sunil Kumar)। অভিনেতা হওয়ার পাশাপাশি, তিনি হলেন জম্মু ও কাশ্মীরের কর্তব্যরত পুলিশ কর্মী। তাঁর উচ্চতা হল ৭ ফুট ৬ ইঞ্চি। একইসঙ্গে তিনি হলেন একজন কুস্তিগীর। স্পোর্টস কোটার মাধ্যমে তিনি পুলিশের এই চাকরি পান। এর পাশাপাশি, তিনি হ্যান্ডবল ও ভলি বল খেলাতেও পারদর্শী। এমনকী ২০১৯ সালে WWE Tryout এও তিনি অংশগ্রহণ করেন। তিনি, ‘জম্মুর গ্রেট খালি’ হিসাবেও পরিচিত। তিনি দ্যা গ্রেট খালি (৭ ফুট ১ ইঞ্চি লম্বা) এর থেকেও লম্বা। আর কুস্তির রিং-এ তিনি ‘দ্যা গ্রেট আঙ্গার’ নামে বিশেষ পরিচিত।
এবার প্রশ্ন হল কে তাঁকে এই ছবিতে কাস্ট করেন? পরিচালক অমর কৌশিক জানান, ‘তাঁর কাস্টিং টিম তাঁকে খুঁজে পায়। তাঁরা এমন কাউকে খুঁজছিল যার হাইট অনেক লম্বা হতে হবে। সুনীলকে পেতেই তাঁদের সেই খোঁজ সফল হয়।’
সুনীলের পরিচয় সামনে আসতেই নেট মাধ্যমে নিমেষে ভাইরাল হয়ে গিয়েছেন তিনি। সকলেই তাঁর কাজের পাশাপাশি তাঁর হাইটেরও প্রশংসা করতে ছাড়ছেন না।
সুনীলের পাশাপাশি, এই ছবিতে দেখা গিয়েছে শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor), রাজকুমার রাও (Rajkummar Rao), পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi), অপরীক্ষিত খুরানা (Aparshakti Khurana), অভিষেক ব্যানার্জী (Abhishek Banerjee), অক্ষয় কুমার (Akshay Kumar) ও বরুণ ধাওয়ানকে (Varun Dhawan)। Stree 2 বক্স অফিসে সুপারহিট। এখনও পর্যন্ত ছবিটি ৪০০ কোটির বেশি কামিয়ে ফেলেছে। স্বভাবতই, Stree 3 আসছে কি না, তা নিয়ে দর্শকের কৌতুহল দ্বিগুন করে দিয়েছে।