এবারের লোকসভা নির্বাচনে বড় ব্যবধানে দিলীপ ঘোষের হার সত্যিই আশ্চর্যজনক বিষয়।বঙ্গ বিজেপির হেভিওয়েট দিলীপ ঘোষ(Dilip Ghosh) পরাজিত হয়েছেন, তাও এত বড় ব্যবধানে। বিষয়টি খুব একটা সহজলভ্য নয় রাজ্যের রাজনীতিতেও। কিন্তু কেন এই হার সেই বিশ্লেষণে দিলীপ ঘোষকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমাকে যে কাঠি করেই মেদিনীপুর থেকে সরানো হয়েছে, সেটা সকলেই জানে’।
উল্লেখ্য, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বর্ধমান-দুর্গাপুর থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন দিলীপ ঘোষ, যাঁর বিপক্ষে ছিলেন তৃণমূলের কীর্তি আজাদ। ১ লক্ষ ৩৮ হাজার ভোটে এবারে পরাজিত হয়েছেন দিলীপ ঘোষ। হারের পর সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষ বলেন, ‘চক্রান্ত, কাঠিবাজি রাজনীতির অঙ্গ। দিলীাপ ঘোষের অনুগামীদের অনেকের দাবি, শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়েছে, নিজের পছন্দের অগ্নিমিত্রাকে প্রার্থী করার জন্য।। এরপরে কী করবেন তিনি? সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ বলেন, ‘’আগে দল কী সিদ্ধান্ত নেয় দেখি। তারপর আমি আমার সিদ্ধান্ত নেব। সকলকে জানিয়েই নেব।‘
তবে একথা বলা বাহুল্য, মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে সরিয়ে যে সঠিক সিদ্ধান্ত বিজেপি নেয়নি, সেটা ভোটের ফলাফল প্রমাণ করে দিল। মাঝখান থেকে বিজেপির জেতা আসন মেদিনীপুর হাতছাড়া হয়ে গেল! সেই সঙ্গে এসএস আহলুওয়ালিয়াকে বর্ধমান-দুর্গাপুর থেকে আসানসোলে সরিয়ে বর্ধমান-দুর্গাপুরও হাতছাড়া হয়ে গেল। এর দায় এখন কে নেবে? দলের অন্দরেই উঠছে প্রশ্ন।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)