সম্প্রতি একের পর এক বিপদের সম্মুখীন উত্তরবঙ্গ। একটানা প্রবল বৃষ্টিতে উত্তরের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি। জনজীবন বিপন্ন। তারই মধ্যে ভস্মীভূত ভ্রমণ পিপাসু বাঙালির নস্টালজিয়া হলং বন বাংলো। আবার এই উত্তরবঙ্গেই সম্প্রতি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস।
এবার পুজোর বাজেট থেকে একটা বড় অংশের ব্যয় বাহুল্য কাটছাঁট করে উত্তরবঙ্গের পাশে দাঁড়াতে চলছে বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব কমিটি। টালা পার্ক ময়দানে রবিবার খুঁটি পুজোর সময় এলাকার বাড়ি বাড়ি ত্রাণ সংগ্রহ করা হয়েছে। সেই ত্রাণ পাঠানো হবে উত্তরবঙ্গে। পাশাপাশি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নিহত যাত্রীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং হলং বন বাংলোর নব কলেবরের আত্মপ্রকাশের জন্য মায়ের কাছে বিশেষ প্রার্থণার মাধ্যমে কলকাতায় সূচনা হবে মায়ের পুজোর মণ্ডপের কাজ। কমিটির অসাধারণ উদ্যোগকে সাধুবাদ।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)