অরিজিৎ হালদার: স্বপ্ন দেখেন? স্বপ্ন জেগে দেখা বা ঘুমিয়ে দেখা দুটোই কিন্তু মানসিক অবস্থা। তেমনি প্রতিটি স্বপ্নের কিন্তু কিছু অর্থ আছে। স্বপ্নে দেখা বিষয় ভাল বা খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দেয় বলেই মনে করা হয়। ঘুমের মধ্যে কখনও কখনও এমন কিছু স্বপ্ন দেখা হয় যা আমাদের ভাল বা খারাপ সময়ের ইঙ্গিত দেয়। তবে এর কোনো সঠিক বর্ণনা দেওয়া যাবে না এই সব ই সম্ভাবনা বা কল্পনা হতে পারে এই কন্টেন্ট কেবলমাত্র সাধারণ তথ্যে, তবে এই বিষয়ে বিস্তারিত জানতে হলে কোনও বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে ।
কম বেশি কিছু মানুষের খুবই প্রিয় পোষ্য কুকুর। কুকুরের বিশ্বাসযোগ্যতা নিয়ে গোটা বিশ্বের মানুষ মুগ্ধ হন। তাই অনেকেই বাড়িতে কুকুর পোষেন। খুবই আদুরে এই প্রাণীটি। এছাড়াও পথেঘাটে আমরা কুকুর দেখি। আপনি কি কখনও স্বপ্নে কুকুর দেখেছেন? এমন স্বপ্ন ভাল না খারাপ সেই প্রশ্ন কি আপনার মনে জাগে ?
স্বপ্নশাস্ত্র জ্যোতিষশাস্ত্রেরই একটি অঙ্গ। কুকুরের স্বপ্ন দেখার বিভিন্ন অর্থ রয়েছে স্বপ্নশাস্ত্রে। জানুন স্বপ্নে কুকুর দেখার কী কী অর্থ হতে পারে।
স্বপ্নে যদি দেখেন কুকুর আপনাকে কামড়াচ্ছে? তাহলে কি এই স্বপ্নের ফল খারাপ? না একেবারেই নয়! বরং স্বপ্নে কুকুর কামড়াচ্ছে দেখলে আমূল বদলে যেতে পারে আপনার ভাগ্য! খুব শীঘ্রই ভাল খবর পেতে পারেন! যদি কোনও কাজ বহুদিন ধরে আটকে থাকে তবে তা সফল হতে পারে। আপনার হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষ কে নতুন করে ফায়ার পেতে পারেন।
আবার কুকুরের স্বপ্ন দেখার খারাপ দিক ও আছে, যেমন স্বপ্নে যদি দেখেন কুকুর খুব রেগে আছে, আপনাকে দেখে তবে চিৎকার করছে এই ক্ষেত্রে বিষয়ে বিশেষজ্ঞদের মতে আপনা নিজের আপনজন খুব শীঘ্রই বিশ্বাসঘাতকতা করতে পারে তারজন্য তৈরী থাকার প্রজন আছে।
বিশেষজ্ঞদের মতে স্বপ্নে যদি কোনও কুকুরকে খেলতে দেখা যায় তাহলে আগামীতে খুব শুভ কিছু হওয়ার সম্ভাবনা থাকে। হতেপারে আপনার পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যাবে! নতুন কোনো সুখবর পেতে পারেন! তবে এই সবই সম্ভাবনা।
জ্যোতিষ শাস্ত্র অনুসারে কালো কুকুরের সঙ্গে শনির সংযোগ রয়েছে। আপনি যদি স্বপ্নে কালো কুকুর দেখেন,তাহলে বুঝবেন যে আপনার উপর শনি ঠাকুরের আশীর্বাদ রয়েছে। এছাড়া স্বপ্নে কালো কুকুর দেখার অর্থ কালভৈরবেরও আশীর্বাদ পাওয়া।
স্বপ্নে যদি পাগল হয়ে যাওয়া কুকুর দেখেন, তাহলে বুঝবেন যে কোনও কাজে সাফল্য পেতে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। ছাত্র-ছাত্রীরা যদি স্বপ্নে পাগল কুকুর দেখে, তাহলে বুঝতে হবে যে তাদের পড়াশোনায় আরও অনেক বেশি মনোযোগী হতে হবে।
কুকুর যদি বিড়ালের পিছনে ধাওয়া করছে, এমন স্বপ্ন দেখেন তাহলে কিন্তু তা খারাপ বা অশুভ হতে পারে! এমন হলে আপনার প্রেমের সম্পর্ক ভেঙে যেতে পারে! বৈবাহিক জীবনে বিচ্ছেদ আসার সম্ভাবনা থাকে।
আবার যদি দেখেন কুকুর আপনাকে বাঁচাতে অন্য কাউকে কামড়ে দিচ্ছে, তাহলে বুঝে নিতে হবে আপনার ক্ষতি হতে পারে! আপনার সুরক্ষার দরকার রয়েছে! কেউ ক্ষতি করতে পারে।
তবে এই সবই সম্ভাবনা। এর সত্যতা বিচার করেনি নিউজ এ আই। সবটাই আপনাদের বেক্তিগত বুদ্ধিমত্তা ও সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।
কুকুর স্বপ্নে আসা খারাপ আমি যা জানি