দুর্গাপুজো কমিটিগুলির জন্য সরকারি অনুদান এবছর আবার বাড়াল মুখ্যমন্ত্রী(CM) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। গত বছর পুজো কমিটিগুলিকে দেওয়া হয়েছিল ৭০ হাজার টাকা। এ বছর ৪৩ হাজারেরও বেশি পুজো কমিটিকে(Puja Committee) ৮৫,০০০ টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী(CM) ।
মঙ্গলবার রাজ্যের পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি চলে যান নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। সেখানেই রাজ্য প্রশাসনের শীর্ষকর্তা, কলকাতা পুলিশের আধিকারিক এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’ সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আগামী শারদোৎসব নিয়ে বৈঠক করেন। ভিডিয়ো কনফারেন্সে যোগ দেন জেলা পুজো কমিটিগুলির প্রতিনিধিরাও। সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, চলতি বছর ৪৩ হাজার ক্লাবকে দুর্গাপুজোর জন্য ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
শুধু তা-ই নয়, ২০২৫ সালে এই অনুদান আরও বৃদ্ধি পেয়ে এক লক্ষ হবে বলেও জানালেন তিনি। সেই সঙ্গে বিদ্যুতের বিলে ছাড় বৃদ্ধির কথাও ঘোষণা করেন। পাশাপাশি, পদপিষ্ট হওয়ার ঘটনা যাতে না হয়, তা নিয়ে পুজো কমিটিগুলিকে সতর্কও করেছেন তিনি।
এছাড়া পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাসুলেও ৭৫ শতাংশ ছাড় দেওয়ার জন্য সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)