শিক্ষক দিবসে বিকাশ ভবনে সাংবাদিক সম্মেলন করলেন ব্রাত্য বসু। সেই সঙ্গে আরজিকর (RG Kar) ঘটনায় দুঃখ প্রকাশও করলেন। আরজিকরের দুর্ঘটনার জন্য এইবার বিকাশ ভবনেই শিক্ষক দিবস পালিত হচ্ছে। প্রতিবছর এই দিনে কৃতি ছাত্রছাত্রীদের যে পুরস্কার বিতরণী করা হত, সেটি এদিন না করে কিছুদিন পরে করার ঘোষণা করলেন শিক্ষা মন্ত্রী।
একইসঙ্গে হোয়াটসঅ্যাপ হল উদ্বোধন করা হলো। যার সাহায্যে রাজ্যের সকল বিদ্যালয়, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও শিক্ষা কর্মীরা তাদের যে অভিযোগ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে অভিযোগ নিষ্পত্তি সেলের সাথে। ৯০৮৮৮৮৫৫৪৪ (9088885544) এই নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে। একটি দল গঠন করা হইছে যারা বিষয়টি দেখবে।
নবছর ছয় মাসের বেশি নিরবচ্ছিন্ন ভাবে কাজ করলে পেনশন দেওয়া হতো শিক্ষকদের। কিন্তু এতদিন বিদ্যালয়গুলি সেটি করত না। ফলে ন্যায়ালয়ে ঘুরতে হতো তাদের। এবার থেকে যারা দশ বছর নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছে তাদের পেনশনের জন্য উচ্চ নায়ালয়ে যেতে হবে না। দফতর যোগ্য ব্যক্তিকে নির্ধারণ করে অবসর ভাতা দেবে। মধ্যশিক্ষা পর্ষদ, ডিজি লোকারে শিক্ষার্থীদের উত্তরপত্রগুলো মজুত রাখা হবে। ব়্যাগিং এর উপর নজরদারির জন্য বিশ্ববিদ্যালয়গুলিতে সিসিটিভি লাগানোর আবেদন করা হল।