sandip ghosh

গ্রেফতার সন্দীপ ঘোষ! আর্থিক দুর্নীতির অভিযোগ, ১৬ দিন পর গ্রেফতার আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ

Bengal National News
Share this news

অবশেষে গ্রেফতার হল সন্দীপ ঘোষ। বহু ধরনের অভিযোগের পর অবশেষে দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করল সিবিআই। এই খবর সামনে আসতেই, কোথাও যেন আশার আলো আরও তীব্র হল আন্দোলনকারীদের জন্য। সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল নানা মহলে। উঠেছিল আর্থিক দুর্নীতির অভিযোগও। গত ১৬ অগস্ট থেকে টানা ১৫ দিন সিবিআই জেরার মুখোমুখি হতে হয়েছিল সন্দীপকে। সোমবার আবার তাঁকে তলব করা হয় সিজিও কমপ্লেক্সে। সন্ধ্যায় সেখান থেকে বার করে সিবিআই আধিকারিকেরা সন্দীপকে নিয়ে যান নিজ়াম প্যালেসে। তার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, গ্রেফতার করা হয়েছে সন্দীপকে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনার পর থেকেই তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নানা মহলে। তদন্তভার হাতে পাওয়ার পর গত ১৫ অগস্ট তাঁকে প্রথম বার তলব করে সিবিআই। সেই দিন হাজিরা এড়িয়ে যায় সন্দীপ। পর দিন অবশ্য সল্টলেকের রাস্তা থেকে সিবিআইয়ের গাড়িতে ওঠেন তিনি। সন্দীপ যান সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে। দৈনিক ১০ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত সিবিআই দফতরে থাকতে হয়েছিল সন্দীপকে।

গত ২৫ অগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। ৭৫ মিনিট তাদের বাড়ির বাইরে অপেক্ষা করিয়ে রাখার পর দরজা খোলেন সন্দীপ। ভিতরে ঢোকেন সিবিআই কর্তারা। ওই দিন সিবিআই তাঁর বাড়িতেই সন্দীপকে জিজ্ঞাসাবাদ করে। কলকাতা হাই কোর্টের নির্দেশে আরজি করে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। এ ছাড়া, ওই হাসপাতালে আর্থিক অনিয়মের মামলার তদন্তভারও সিবিআইয়ের হাতে দিয়েছে আদালত। আদালতের অনুমতি সাপেক্ষে সন্দীপ-সহ মোট সাত জনের পলিগ্রাফ পরীক্ষাও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকে আরজি করে যে আন্দোলন শুরু হয়, তাতে আবাসিক চিকিৎসক থেকে পড়ুয়া, সকলেরই অন্যতম দাবি ছিল সন্দীপের অপসারণ কিংবা পদত্যাগ। আন্দোলনের চাপে পড়ে গত ১২ অগস্ট পদত্যাগ করেন সন্দীপ। স্বাস্থ্য দফতরে গিয়ে নিজের পদত্যাগপত্র জমাও দেন। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই সন্দীপকে কলকাতার অন্য একটি সরকারি হাসপাতালে অধ্যক্ষ পদে নিয়োগ করে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখান থেকেও তাঁর অপসারণের দাবিতে শুরু হয় আন্দোলন। 

সন্দীপ ঘোষের গ্রেফতারির পর, একের পর এক নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন রাজনৈতিক দলনেতারা। একইসঙ্গে, কোথাও যেন আশার আলো আরও তীব্র হয়ে গেল সকল আন্দোলনকারীদের জন্য। এই গ্রেফতারির সঙ্গে তিলোত্তমা কাণ্ডের মামলার তদন্তে কতটা সাহায্য করবে তা সময়ই বলবে। এবার কী তাহলে মহিলা চিকিৎসক পড়ুয়ার আসল ধর্ষণকারীদেরও খুব শীঘ্রই শ্রীঘরে দেখতে পাবে সাধারণ মানুষ?   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *