ইউজারের সুবিধার জন্য বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফাইন্ড মাই ডিভাইস চালু করল গুগল

Find my device: সহজেই খুঁজে পান আপনার হারানো স্মার্টফোন

Technology
Share this news


আপনার স্মার্টফোনটি (Smartphone) কোথায় রেখেছেন মনে করতে পারছেন না? আপনার অতি প্রয়োজনীয় স্মার্টফোনটি হারিয়ে গেলে আর মাথায় হাত নয়! এবার অ্যাপেলের মতো অ্যান্ড্রয়েড(Android) ইউজাররাও অনায়াসে খুঁজে পাবেন নিজেদের হারানো কিংবা চুরি হওয়া স্মার্টফোন। এমনকি হারানো ওয়ালেটও খুঁজে পেতে পারেন আপনি। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন।

ইউজারের সুবিধার জন্য বিশ্বজুড়ে অ্যান্ড্রয়েড ফোনের জন্য ফাইন্ড মাই ডিভাইস (Find my device) চালু করল গুগল(Google)

কীভাবে কাজ করে এই ফিচার? জেনে নিন

এর আগে ব্রাউজারের মাধ্যমে ফোন ট্র্যাকিংয়ের খুঁটিনাটি জানা যেত।তবে এবার অ্যান্ড্রয়েড ইউজাররা অ্যাপেই যাবতীয় তথ্য জেনে নিতে পারবেন।এই অ্যাপে থাকা ম্যাপে দেখাবে আপনার হারানো ফোনটি কোন স্থানে আছে

উল্লেখ্য, সেই সময় আপনার ডিভাইসে ইন্টারনেট কানেকশন না থাকলেও আপনার ফোন ট্র্যাক করা সম্ভব হবে।শুধু তাই নয়, Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোনগুলি আবার সুইচড অফ থাকলেও কোনও চাপ নেই। তাতেও ফোন খুঁজে পেতে সমস্যা হবে না

তবে শুধুই মোবাইল ডিভাইস নয়, চাবি, ওয়ালেট কিংবা ব্যাগের সঙ্গে যদি ব্লু টুথ ট্র্যাকার লাগানো থাকে, সেক্ষেত্রেও সেই জিনিসগুলি হারালে তা খুঁজে পেতে সাহায্য করবে ফাইন্ড মাই ডিভাইস

চিপোলো, পেবেলবির মতো থার্ড-পার্টি ব্লু টুথ ট্র্যাকারের মাধ্যমে কাজ করবে এই ফিচারটি পরবর্তীতে জিও, মোটোরোলার মতো সংস্থাগুলিও ডিভাইসের সঙ্গে ব্লু টুথ ট্যাগের ব্যবস্থা করবে বলে জানিয়েছে গুগল

1 thought on “Find my device: সহজেই খুঁজে পান আপনার হারানো স্মার্টফোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *