গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র।

গড়িয়ায় উদ্ধার প্রচুর পিস্তল-কার্তুজ, তৃতীয় বর্ষের ছাত্র সহ গ্রেফতার ২

Bengal News
Share this news

মঙ্গলবার তৃতীয় দফা ভোটের আগে রাজ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আবার সেই অস্ত্র উদ্ধারের সঙ্গে জড়িয়েছে এক কলেজ পড়ুয়ার নামও । গড়িয়ার বাহান্নপল্লী থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। আশুতোষ কলেজের তৃতীয় বর্ষের এক ছাত্র সহ গ্রেফতার দুই। বিজয় হালদার ওরফে ভুতম, হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার ১টি ওয়ান সাটার,২টি ৭ এম এম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, ৫ কেজি বারুদ। সুতলি ২৫টি বান্ডিল উদ্ধার করে। হিরন্ময়ের বাড়ি থেকে উদ্ধার। 

বিজয় দাগী আসামী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুনের মামলা আছে। এর আগেও তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। কোথা থেকে এল এই অস্ত্র, তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গেও যুক্ত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। 

ডিএসপি ক্রাইম বারুইপুর পুলিশ জেলা, ফয়সল বিন আহমেদ বলেন, “ভোট চলছে। তাই বারুইপুর জেলা পুলিশ সবসময় সতর্ক। সবসময় তল্লাশি-অভিযানও চলেছে। রবিবার সন্ধেয় নরেন্দ্রপুর থানায় খবর আসে অস্ত্র মজুত আছে। এরপরই অভিযান চালিয়ে একজনকে ধরা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করেই আশুতোষ কলেজের ওই ছাত্রের নাম উঠে আসে।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *