আপনি সারাদিনে কতবার গুগলে(Google) সার্চ করেন? গুনে বলতে পারবেন? না, আমরা খেয়ালই রাখতে পারি না সেটার। উঠতে বসতে প্রতিদিন কিছু না কিছু জানতে আমরা গুগলের(Google) সাহায্য নিই। যখন খুশি, যেমন খুশি, যে কোনও বিষয়ে জানতে আমরা সবার আগে কম্পিউটার কিংবা মোবাইলে গুগল অ্যাপে চলে যাই।
আচ্ছা, গুগলের(Google) সঙ্গে আপনি কখনও খেলা করেছেন? অবাক হলেন তো?
তাহলে গুগলে(Google) গিয়ে এগুলো সার্চ করুন, দারুণ মজা পাবেন!
এমন অদ্ভুত সব জিনিস দেখতে পাবেন যেগুলো আপনি এত বছর ধরে গুগলে সার্চ করলেও এখনও সেগুলো দেখেননি।
Solar Eclipse: এটা গুগলে সার্চ করলে আপনি এই রকমের ছবি দেখতে পাবেন। এটা কি Solar Eclipse? নাকি Cool Eclipse? খালি চোখেই দেখতে পাচ্ছেন কিন্তু! ইউভি রশ্মিতে চোখ খারাপ হবে না আপনার
Katamari: এটা গুগলে সার্চ করলে আপনি এক মজার খেলা খেলতে পারবেন। দেখুন, এইরকম একটা কাঁটার মত বল দেখতে পাবেন যেটা দিয়ে আপনি এভাবে আশেপাশের ছবিগুলোকে আটকে ফেলবেন। আর সবগুলো এভাবে ঘুরতে থাকবে। বেশ মজার জিনিস, তাই না?
Emoji kitchen: এটা সার্চ করলে দেখবেন অনেক Emoji একসঙ্গে চলে এসেছে। ওখানেই দেখুন get Cooking বলে একটা অপশন পাবেন। সেখানে ক্লিক করুন। এটা ক্লিক করলেই Emoji kitchen-এ যে কোনও দুটি ইমোজি দিয়ে আপনার পছন্দমতো নতুন ইমোজি বানান, আর আপনার বন্ধু-বান্ধবীদের পাঠান।
আচ্ছা, এতদিন কম্পিউটারে সোজা পেজ দেখেছেন, কিন্তু কম্পিউটারে খোলা পেজটি কখনও ট্যারা দেখেছেন?
Askew: এটা গুগলে সার্চ করলে আপনার কম্পিউটার বা ল্যাপটপে খোলা পেজটি অদ্ভুতভাবে বাঁকা দেখাবে।
Diwali: এটা সার্চ করলে আপনার স্ক্রিনে এরকম একটা দিয়ার ছবি আসবে, যেটা দিয়ে আপনি কম্পিউটারেই মধ্যেই জ্বালাতে পারবেন। ঘরে প্রদীপ বা দিয়া ছাড়াই এভাবে জ্বালিয়ে ফেলুন অনেক প্রদীপ।
আচ্ছা, আপনি dance কি ভালোবাসেন? গুগলে গিয়ে dance বা নাচ না লিখেও দেখতে পারবেন dance! কীভাবে?
Cha Cha Slide: এটা সার্চ করলে দেখুন এখানে একটা মাইকের মত আইকন আসবে, সেটায় জাস্ট ক্লিক করুন। তারপর দেখুন ডিজে মিউজিকে স্ক্রিনটা এমন করে নেচে উঠবে। আবার ক্লিক করুন আবার নেচে উঠবে। যতবার ক্লিক করবেন এভাবে নানারকমভাবে নেচে উঠবে। বেশ মজার কিন্তু!
আপনিও ট্রাই করুন এগুলো। ভুলও তো বলতে পারি! তাই নিজে করে Experience নিন।