বর্তমান যুগে কোনও বিষয় নিয়ে প্রশ্ন মনে জাগলেই আমাদের একটা নামই সবার আগে মনে আসে, সেটা হল Google. যার দৌলতে এখন গোটা বিশ্ব হাতের মুঠোয়। যেকোনো তথ্য খুঁজতেই google সহায়। এককথায় সব উত্তরের ভাণ্ডার Google.
কিন্তু নিজের মাতৃভাষায় কোনও তথ্য জানতে আমরা অনেকসময় google translate-এর সাহায্য নিয়ে থাকি।এবার থেকে ভাষাগত কারণে আর সমস্যায় পড়তে হবে না আপনাকে।google নিয়ে এসেছে নতুন মোবাইল অ্যাপ Gemini mobile app
মোট ৯ টি ভারতীয় ভাষা google এর জেমিনি(Gemini) অ্যাপে অন্তর্ভুক্ত হয়েছে।
কোন কোন ভাষা থাকছে এই অ্যাপে?
google জেমনি অ্যাপের মাধ্যমে ভারতীয় যে ৯ টি ভাষাকে অন্তর্ভুক্ত করেছে সেগুলি হল ইংরেজি ছাড়াও হিন্দি, বাংলা, গুজরাটি, কন্নড়, মালায়ালাম, মারাঠি, তামিল, তেলেগু এবং উর্দু।
এখন থেকে গুগল- এর জেমিনি অ্যাপের সাহায্যে যেকোনো তথ্য সহজেই নিজের পছন্দের ভাষায় জেনে নিতে পারবেন আপনি। যে কোনও তথ্যের সন্ধানে আপনার ভাষায় আপনাকে সাহায্য করতে হাত বাড়াবে এই অ্যাপ। ভারতীয় মোবাইল অ্যাপ হিসেবে কার্যকরী ভূমিকা গ্রহণ করবে এই নয়া অ্যাপ, জানিয়েছে google কর্তৃপক্ষ। আরও নতুন প্রযুক্তি নিয়ে তারা এই অ্যাপ নিয়ে এসেছে। জেমিনি অ্যাডভান্স এর প্রিমিয়াম অফার এবং গুগল মেসেজে জেমিনির সাথে চ্যাট করার ক্ষমতা থাকছে। এই নতুন অ্যাপ এর নয়া বৈশিষ্ট্য এটাই।
যেকোনো অ্যান্ড্রয়েড ও আইও এস মোবাইলে এই অ্যাপ কার্যকরী হবে। গুগল কর্তৃপক্ষের বক্তব্য, এই অ্যাপের মাধ্যমে ভারতীয় এই নয়টি ভাষায় সব ধরনের তথ্য, কথা বলা, লেখা এবং অন্যান্য সমস্ত পরিষেবা পাবেন মোবাইল ব্যবহারকারীরা। এটি একটি মাল্টি মোডাল এবং সহায়ক এআই সহকারী। গুগলের জেমিনি অ্যাপের অন্যতম ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট অমর সুব্রামণ্য জানান, এই অ্যাপটিতে টাইমার সেট করা আছে। কল করার মত অনেকগুলি ভাষা সংযুক্ত করা হয়েছে। এক ভাষা থেকে অন্য ভাষায় চাইলে তা সহজেই করে দিতে পারবে এই অ্যাপ। এক মিলিয়ন টোকেনের একটি উইন্ডো রয়েছে এই অ্যাপে। যার মাধ্যমে নথি ইমেইল ভিডিও সহ অন্যান্য যেকোনো পরিষেবা মিলবে।
অ্যাডভান্স বৈশিষ্ট্য গুলির মধ্যে রয়েছে ১৫০০ পৃষ্ঠা পর্যন্ত তথ্য সংগ্রহে রাখার ক্ষমতা। এক্ষেত্রে গোপনীয়তা বজায় থাকবে বলে জানিয়েছেন গুগলের কর্তারা। ফাইলগুলিকে একেবারেই ব্যক্তিগত হিসেবে রাখা যাবে। ব্যবহারকারীরা সহজেই এই অ্যাপ ব্যবহার করে নিজেদের প্রয়োজনমতো ভাষা গ্রহণ করতে পারবেন। এই মেসেজিং অ্যাপ একাধিক সহযোগিতা করবে।