প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার গ্রাহাম থর্প(Graham Thorpe)। মাত্র ৫৫ বছর বয়সেই নিভে গেল থর্পের জীবনদ্বীপ।
ইংল্যান্ডের(England) প্রাক্তন ব্যাটসম্যান ও কিংবদন্তি ক্রিকেটার(Cricketer) গ্রাহাম থর্পে(Graham Thorpe)র জীবনাবসান। মাত্র চার দিন আগে অর্থাৎ ১ অগস্ট নিজের ৫৫ বছর বয়সের জন্মদিন পালন করেছিলেন তিনি। ৪ দিন পরেই ঘটে গেল করুণ পরিণতি। সূত্রের খবর, গ্রাহাম থর্প দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। তবে তার অসুস্থতা প্রকাশ করা হয়নি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সোমবার জানিয়েছে যে কিংবদন্তি সারে ব্যাটসম্যান গ্রাহাম থর্প মারা গিয়েছেন।
গ্রাহাম থর্প ইংল্যান্ডের হয়ে ১০০টি টেস্ট খেলেছেন যাতে তিনি ৬৭৪৪ রান করেন। এই বাঁহাতি ব্যাটসম্যান ১৬টি সেঞ্চুরি ও ৩৯টি হাফ সেঞ্চুরি করেছেন। এছাড়াও থর্প ইংল্যান্ডের হয়ে ৮২টি ওডিআই ম্যাচে ২১টি হাফ সেঞ্চুরির সাহায্যে ২৩৮০ রান করেছেন। থর্পে ছিলেন ইংলিশ কাউন্টি দলের একজন অভিজ্ঞ। মাত্র ৫৫ বছরের বয়সে তাঁর এই চলে যাওয়া খুবই দুঃখজনক ইংল্যান্ড তথা ক্রিকেট দুনিয়ায়।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)