রবিবার জিমন্যাস্টিকে সোনা ও রূপো দুই পদক জিতে নিল চিন। বহু আকাঙ্খিত এই দুই পদক জয়ে উচ্ছ্বসিত দুই জিমন্যাস্ট।

Gymnastics Rings Olympics: প্যারিস অলিম্পিক্সে অনন্য নজির চিনের, জিমন্যাস্টিকে একইসঙ্গে সোনা-রূপো জয়

International News Sports
Share this news

প্যারিস অলিম্পিক্সে অনন্য নজির চিনের(China)। রবিবার জিমন্যাস্টিকে(Gymnastics) সোনা ও রূপো দুই পদকই জিতে নিল চিন। বহু আকাঙ্খিত এই দুই পদক জয়ে উচ্ছ্বসিত দুই জিমন্যাস্ট। লিউ ইয়াং(liu yang)(১৫.৩০০ পয়েন্ট)এর হাত ধরে প্যারিস অলিম্পিক্স জিমন্যাস্টিকসে দীর্ঘ প্রতীক্ষিত প্রথম স্বর্ণপদক অর্জন করল চিন। অন্যদিকে স্বদেশী জু জিংইয়ুয়ান(zou jingyuan)(১৫.২৩৩ পয়েন্ট)এর হাত ধরে রৌপ্যপদক গেল চিনের ঝুলিতে।উল্লেখ্য, গ্রিসের এলিফথেরিওস পেট্রোনিয়াস ১৫.১০০ নিয়ে ব্রোঞ্জ জিতেছেন।

স্ট্রংম্যানের ইভেন্টে 1-2 ব্যবধানে শেষ করা চীনের জিমন্যাস্টদের জন্য একটি মোচন ছিল, যারা দল এবং চারপাশের ফাইনাল উভয়েই সোনা থেকে বঞ্চিত হয়েছিল। এবার সেই স্বপ্ন পূরণ হল।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *