নিবেদিতা শেঠ: হিন্দুদের অন্যতম উৎসব হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। বহু বছর পর এবছর মঙ্গলবার হনুমান জয়ন্তী উদযাপন। ভারতের উত্তরের রাজ্যগুলিতে ধুমধাম করে পালিত হয় এই উৎসব। তবে বাংলাতেও এখন এই উৎসব বহু জায়গায় ধুমধাম করে হয়ে থাকে। আসলে বাঙালি কোনও উৎসব বা পার্বণ থেকেই দূরে থাকতে ভালোবাসে না যে! হনুমানজীর জন্মের স্মৃতিচারণায় বৈশাখ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশীর দিন পালিত হয় হনুমান জয়ন্তী।
গড়িয়ার ব্রহ্মপুরে সাড়ম্বরে পালিত হল হনুমান জয়ন্তী।
উৎসবে আমন্ত্রিত হয়ে এদিন পুজোর অনুষ্ঠানে এসেছিলেন বর্ষীয়ান রাজনীতিক তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। এছাড়াও আয়োজিত অনুষ্ঠানে সামিল হয়েছিলেন অনেক বিশিষ্ট জনেরাও।
সবথেকে যে বিষয়টি ছিল নজরকাড়া, তা হল পুজোর অনুষ্ঠানে ঢাক বাজাচ্ছিলেন মহিলারা।
বহু মানুষের সমাগম হয়েছিল ব্রহ্মপুরের এই হনুমান জয়ন্তীর পুজোয়। হনুমান চালীসা পাঠ থেকে শুরু করে সমস্ত আচার-বিধি মেনে সম্পন্ন হল এদিনের উৎসব।