বৃহস্পতিবারই বিবাহবিচ্ছেদ(Divorce) ঘোষণা করে দিয়েছেন হার্দিক পান্ডিয়া(Hardik Pandya)। ইনস্টাগ্রামে পোস্ট করে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেন তিনি। একই পোস্ট করেছেন নাতাশা স্তানকোভিচ(Natasha Stankovic)ও। পুত্র অগস্ত্যকে একসঙ্গে বড় করবেন তাঁরা। বেশ কিছু দিন ধরেই হার্দিক এবং নাতাশার বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা চলছিল। বৃহস্পতিবার ইন্টায় দু-জনের পোস্টেই স্পষ্ট হয়ে গেল সেটি। তাঁদের চার বছরের সম্পর্কে ইতি টানছেন।
বৃহস্পতিবার নাতাশা ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, “চার বছর একসঙ্গে থাকার পর হার্দিক এবং আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে থাকার সব রকম চেষ্টা আমরা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা একসঙ্গেই সিদ্ধান্ত নিয়েছি আলাদা হওয়ার। এটাই আমাদের জন্য সঠিক সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। আমরা একটা পরিবার তৈরি করেছিলাম। একে অপরের সঙ্গে আনন্দের সময় কাটিয়েছিলাম।”
২০২০ সালের ৩১ মে বিয়ে করেন হার্দিক এবং নাতাশা। কোভিডের মাঝে বড় কোনও উৎসব করেননি। আইনি মতে বিয়ে সেরেছিলেন তাঁরা। সেই বছর ৩০ জুলাই জন্ম হয় অগস্ত্যের।বিবাহবিচ্ছেদের ঘোষণার সঙ্গে পুত্রকে নিয়েও সিদ্ধান্তের কথা জানিয়েছেন নাতাশা। নাতাশা লিখেছেন, “পুত্র অগস্ত্য রয়েছে। আমাদের দু’জনের জীবনের অংশ হিসাবে থাকবে ও। আমরা একসঙ্গে বড় করব অগস্ত্যকে। ওকে আনন্দে রাখার জন্য আমরা সব কিছু করব। এই কঠিন সময়ে আমাদের একটু নিজেদের মতো থাকা প্রয়োজন। আশা করব আপনারা আমাদের সেই সহযোগিতাটুকু করবেন।”
কিন্তু বিবাহ বিচ্ছেদ হওয়ার পর যে প্রশ্ন উঠে আসছে, সেটা হল হার্দিকের কাছে কত টাকা খোরপোশ দাবি করেছেন নাতাশা! জানা যায়, ৯১ কোটি টাকার সম্পত্তির মালিক হার্দিক পান্ডিয়া তাঁরা মায়ের নামে আগেই সম্পত্তির ৫০ শতাংশ লিখে দিয়েছেন। কিন্তু হার্দিকের থেকে কত টাকা দাবি করেছেন নাতাশা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি, তবে ভারতীয় আইন অনুযায়ী এই দাবি তিনি করতেই পারেন হার্দিকের কাছে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)