তীব্র দাবদাহে হিট স্ট্রোকের(Heat Stroke) সম্ভাবনা ক্রমশ বাড়ছে

Heat Stroke: হিট স্ট্রোকের জন্য এবার বিশেষ ব্যবস্থা হাসপাতালগুলিতে

Bengal Health News
Share this news

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহ চলছে, প্রায় ৪২ ডিগ্রি তাপমাত্রায় পৌঁছে গিয়েছে। কলকাতা তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গিয়েছে। সকাল আটটায় যে তাপমাত্রা তাতে বেলা ১১ টার মতো অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে তীব্র দাবদাহে হিট স্ট্রোকের(Heat Stroke) সম্ভাবনা ক্রমশ বাড়ছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর ইতিমধ্যেই বেশ কয়েকজন হিট স্ট্রোকে(Heat Stroke) আক্রান্ত হয়েছেন।

হিট স্ট্রোকের জন্য এবার চালু করা হচ্ছে বিশেষ ব্যবস্থা । হাসপাতালগুলিতে হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের চিকিৎসার বিশেষ ব্যবস্থা করতে হবে। এ বিষয়ে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য ভবন। প্রতিটি হাসপাতালকে এজন্য একটি বিশেষ ঘরে ন্যূনতম বেড রাখতে বলা হয়েছে । সেই ঘরে শীততাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা বা হাই স্পিড পাখার ব্যবস্থা রাখতে হবে। এছাড়াও আপৎকালীন পরিস্থিতিতে বিভিন্ন ওষুধ, থার্মোমিটার রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঠান্ডা জলে ভেজানোর রাখার নির্দেশ জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *