পূর্ব ঝাড়খণ্ড এবং পার্শ্ববর্তী অঞ্চলের উপরে যে ঘূর্ণাবর্ত তৈরী হয়েছিল তা বর্তমানে পশ্চিমবঙ্গের হিমালয় ঘেঁষা জেলাগুলিতে সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি উপরে রয়েছে। আবার একটি অক্ষরেখা রয়েছে উত্তর পঞ্জাব থেকে উত্তর হরিয়ানা, উত্তরপ্রদেশের উত্তরের এলাকা এবং উত্তর বিহারের উপর দিয়ে মিজোরাম পর্যন্ত।এই দুইয়ের জোড়া প্রভাবেই তুমুল বৃষ্টি(Heavy Rainfall)তে ভাসবে রাজ্য।
আবহাওয়া দফতর জানিয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জোড়া ফলায় অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বৃষ্টি হবে দক্ষিণে জেলাগুলিতেও (South Bengal Weather)।
মঙ্গলবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি চলছে গোটা দক্ষিণবঙ্গেই। আগামী সাতদিন দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস রয়েছে।বুধবার থেকে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়ায়।
বৃহস্পতিবারও ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান ও বীরভূমে। শুক্রবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়ায়।
এদিকে উত্তরবঙ্গে টানা বৃষ্টি চলছেই। মাঝে দুদিন বিরামের পর এবার ফের শুরু হয়েছে বর্ষণ। আগামী ২৪ ঘন্টায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরের জেলাগুলিতে।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)