Heeramandi: The Diamond Bazaar

Entertainment Photo Gallery
Share this news

এটি হলো একটি আসন্ন ভারতীয় পিরিয়ড ড্রামা যা কিনা হিন্দি ভাসতে মুক্তি পেতে চলেছে। এই সিরিজটি তৈরি করেছেন বিশিষ্ট বলিউড (Bollywood) পরিচালক সঞ্জয় লীলা বানসালি(Sanjay Leela Bhansali )।

হীরামান্ডি: দ্য ডায়মন্ড বাজার

সিরিজটি ব্রিটিশ রাজের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় লাহোরের রেড-লাইট ডিস্ট্রিক্ট হেরা মান্ডিতে তাওয়াইফদের জীবন নিয়ে তৈরী হয়েছে ।

মল্লিকাজানের চরিত্রে মনীষা

এই সিরিজে অভিনয় করেছেন মনীষা কৈরালা (Manisha Koirala)। মল্লিকাজানের (Mallikajaan) চরিত্রে রয়েছেন মনীষা। এই লুকেই তিনি ধরা দেবেন দর্শক কুলকে।

ফরিদান চরিত্রে সোনাক্ষী সিনহা

এই সিরিজে অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। ফরিদান (Fareedan) চরিত্রে সোনাক্ষী। সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে তিনি দর্শকের মন জয় করেছেন।

বিবোজানের চরিত্রে অদিতি রাও হায়দারি

এই সিরিজে অভিনয় করেছেন অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari)। বিবোজানের (Bibbojaan) চরিত্রে অদিতি রাও হায়দারি। সিরিজে আকর্ষণীয় এক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করবেন।

লাজ্জো চরিত্রে রিচা চাড্ডা

এই সিরিজে অভিনয় করেছেন রিচা চাড্ডা। লাজ্জো (Lajjo) চরিত্রে রিচা চাড্ডা (Richa Chadha)। সিরিজে আকর্ষণীয় এক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করবেন।

ওয়াহিদা চরিত্রে সানজিদা শেখ

হীরামান্ডিতে অভিনয় করেছেন সানজিদা শেখ(Sanjeeda Sheikh)। ওয়াহিদা(Waheeda) চরিত্রে সানজিদা শেখ। সিরিজে আকর্ষণীয় এক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করবেন।

আলমজেবের চরিত্রে শারমিন সেগাল

হীরামান্ডিতে অভিনয় করেছেন শারমিন সেগাল(Sharmin Segal)। আলমজেবের (Alamzeb) চরিত্রে শারমিন সেগাল। সিরিজে খুব গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের সমনে আসবেন তিনি।

অতিথি চরিত্রে ফরিদা জালাল

হীরামান্ডিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন ফরিদা জালাল। বহুদিন পর রুপোলি পর্দাতে দেখা যাবে গুণী অভিনেত্রী ফরিদা জালাল (Farida Jalal)। সিরিজের ট্রেলারেও দেখা গিয়েছে তাঁকে। বহুমুখী প্রতিভার অধিকারী অভিনয় থাকে কিছু চমক যা উপভোগ করার জন্য মুকিয়ে রয়েছে দর্শক কূল।

তাজদার হিসেবে ত্বহা শাহ বদুশা

হীরামান্ডিতে তাজদার(Tajdar) হিসেবে ত্বহা শাহ বদুশাকে (Taha Shah Badussha) অভিনয় করতে দেখা যাবে। সিরিজের ট্রেলারে তার দৃশ্য মানুষের মন ছুঁয়েছে।

ওয়ালি মোহাম্মদ চরিত্রে ফারদিন খান

হীরামান্ডিতে ওয়ালি মোহাম্মদ(Wali Mohammed) চরিত্রে ফারদিন খানকে (Fardeen Khan) অভিনয় করতে দেখা যাবে। সিরিজের ট্রেলারে তার দৃশ্য মানুষের মন ছুঁয়েছে।

জোরাবর চরিত্রে অধ্যায়ন সুমন

হীরামান্ডিতে জোরাবর(Zoravar) চরিত্রে অধ্যায়ন সুমনকে (Adhyayan Suman) অভিনয় করতে দেখা যাবে। সিরিজের ট্রেলারে তার দৃশ্য মানুষের মন ছুঁয়েছে।

জুলফিকার চরিত্রে শেখর সুমন

হীরামান্ডিতে জুলফিকার (Zulfikar) চরিত্রে শেখর সুমনকে (Shekhar Suman) অভিনয় করতে দেখা যাবে। এই সিরিজের ট্রেলারে মনীষা কৈরালার বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে শেখর সুমনকে। আট খন্ডের হীরামান্ডি (Heeramandi) সিরিজটি 1 মে 2024-এ নেটফ্লিক্স -এ (Netflix) মুক্তি পেতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *