প্যারিস অলিম্পিক্সে প্রথম সাফল্য পেল ভারত। যোগ্যতা অর্জন পর্ব খেলে তিরন্দাজিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা দল। দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত ও ভজন কৌর সরাসরি শেষ আটে খেলতে নামবেন।

India 2024 Olympics: প্যারিস অলিম্পিক্সের শুরুতেই ভারতের সাফল্য! তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে ভারতীয় মহিলারা

News Sports
Share this news

শুক্রবার থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স ২০২৪(Paris Olympics 2024) । তার আগেই ভারতের সাফল্য। প্যারিস অলিম্পিক্সে প্রথম সাফল্য পেল ভারত। যোগ্যতা অর্জন পর্ব খেলে তিরন্দাজিতে(Archery Event) সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ভারতের মহিলা দল (Indian Women’s Team)। দীপিকা কুমারী(Deepika Kumari), অঙ্কিতা ভকত(Ankita vakat) ও ভজন কৌর(Bhajan Kaur) সরাসরি শেষ আটে খেলতে নামবেন।

২৬ জুলাই অলিম্পিক্সের উদ্বোধন হলেও কিছু প্রতিযোগিতা আগে থেকে শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার তিরন্দাজিতে মহিলাদের ব্যক্তিগত ও দলগত র‌্যাঙ্কিং ইভেন্ট ছিল। সেখানেই দীপিকা, অঙ্কিতা ও ভজন চতুর্থ স্থানে শেষ করেন। তাঁরা মোট ১৯৮৩ পয়েন্ট স্কোর করেন। তার মধ্যে দীপিকা ৬৫৮ স্কোর করেন, অঙ্কিতা ৬৬৬ পয়েন্ট স্কোর করেন। ভজন স্কোর করেন ৬৫৯। 

এই বিভাগে প্রথম স্থানে শেষ করে দক্ষিণ কোরিয়া। তারা স্কোর করে ২০৪৬ পয়েন্ট। দ্বিতীয় স্থানে চিন। ১৯৯৬ পয়েন্ট স্কোর করে তারা। তিন নম্বরে শেষ করে মেক্সিকো। তারা স্কোর করে ১৯৮৬। অর্থাৎ, মাত্র ৩ পয়েন্টের জন্য চতুর্থ স্থানে শেষ করতে হয় ভারতকে। 

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *