পোস্টাল ডিপার্টমেন্ট তথা ইন্ডিয়া পোস্ট(India Post) গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের(GDS Recruitment) জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদের জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।ইন্ডিয়া পোস্ট জিডিএস ২০২৪-এর জন্য অনলাইন আবেদন ১৫ জুলাই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরের জন্য ব্রাঞ্চ পোস্টমাস্টার (BPM) এবং সহকারী ব্রাঞ্চ পোস্টমাস্টার (ABPM) পদে নিয়োগ করে ডাক সেবক হিসাবে গ্রামীণ ডাক সেবকের (GDS) শূন্যপদগুলি পূরণ করা হবে।
সারা দেশে মোট ৪৪,২২৮ টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে
বেতনের হার- গ্রামীণ ডাক সেবক ১০.০০০-২৪,৪৭০ টাকা,
সহকারী ব্রাঞ্চ পোস্ট মাস্টার ১০,০০০-২৪,৪৭০ টাকা,
ব্রাঞ্চ পোস্ট মাস্টার ১২,০০০-২৯,৩৮০ টাকা
যোগ্যতা
যে কোন স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস হতে হবে। দশম শ্রেণিতে প্রাপ্ত নম্বরের মেধার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচন করা হবে।প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে
বয়সসীমা
প্রার্থীদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
সংরক্ষিত ক্যাটেগরির মধ্যে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওসিবি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ৩ বছরের ছাড় মিলবে। তপশিলি জাতি (এসসি) ও তফশিলি উপজাতিভুক্তরা (এসটি) ছাড় পাবেন ৫ বছর। অন্যদিকে আবেদনের বয়সে ১০ বছর ছাড় রয়েছে বিশেষভাবে সক্ষম আবেদনকারীর।
আবেদনের সময়সীমা
১৫ জুলাই,২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন
আবেদনটি ০৬ থেকে ০৮ আগস্ট ২০২৪ পর্যন্ত এডিট করার সুযোগও পাবেন।
বিস্তারিত জানতে পোস্টাল বিভাগের ওয়েবসাইট indiapostgdsonline.gov.in এ যোগাযোগ করুন ।