শনিবার টি-২০ বিশ্বকাপ জয়ের পর কাপ নিয়ে রোহিতদের দেশে ফেরার অপেক্ষায় দেশবাসী । কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়‌ থেকে এখনও রওনাই দিতে পারেনি দল। হারিকেন ‘বেরিল’-এর কারণে বার্বাডোজ়েই আটকে রয়েছে ভারতীয় দল।

Indian Cricket Team: সংকটে ভারতীয় দল, বার্বাডোজে আটকে রোহিতরা! 

International News Sports
Share this news

বিশ্বকাপ জিতে দেশে ফিরতে পারছে না ভারতীয় দল(Indian Cricket Team)। আটকে পড়েছে বার্বাডোজে(Barbados)। শনিবার টি-২০ বিশ্বকাপ(T20 WC 2024) জয়ের পর কাপ নিয়ে রোহিতদের দেশে ফেরার অপেক্ষায় দেশবাসী। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ়‌ থেকে এখনও রওনাই দিতে পারেনি দল। হারিকেন ‘বেরিল’(Hurricane Beryl)-এর কারণে বার্বাডোজ়েই আটকে রয়েছে ভারতীয় দল।

হারিকেন ‘বেরিল’ তৈরি হয়েছে আটল্যান্টিক মহাসাগরে,যা ক্রমশ এগিয়ে আসছে বার্বাডোজ়ের দিকে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ২১০ কিলোমিটার। এই মুহূর্তে বার্বাডোজ়ের দক্ষিণ-পূর্ব দিকে ৫৭০ কিলোমিটার দূরে রয়েছে সেটি। ব্রিজটাউন বিমানবন্দর রবিবার স্থানীয় সময় বিকেল থেকে বন্ধ হয়ে যাওয়ার কথা রয়েছে।

বার্বাডোজ় থেকে ভারতীয় দলের বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাইয়ে। তার পর মুম্বইয়ের উদ্দেশে পাড়ি দিত বিমান। কিন্তু এখন পরিস্থিতির কারণে সূচিতে বদল করতে হচ্ছে। গোটা দলকে চার্টার্ড বিমানে দেশে ফিরিয়ে আনা যায় কিনা, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়েছে। তবে কবে রোহিতেরা রওনা হবেন, তা জানা যায়নিভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই সূত্রের খবর।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *