চলতি আইপিএলে ফের ছন্দপতন চেন্নাইয়ের

IPL 2024/CSK vs LSG: স্টইনিসের  ঝোড়ো ব্যাটিংয়ে ফের লখনউ-এর বিরুদ্ধে পরাজয় চেন্নাইয়ের

News Sports
Share this news

চলতি আইপিএল-এ ফের ছন্দপতন চেন্নাইয়ের(Chennai Super Kings)। পর পর দুবার লখনউ সুপার জায়েন্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে পরাজয় চেন্নাই সুপার কিংস(chennai super kings)-এর । অন্যদিকে এদিনের ম্যাচে মার্কাস স্টইনিস(Marcus Stoinis) এক অনবদ্য ইনিংস খেলে জয় এলে দিল লখনউকে।

মঙ্গলবার টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চার উইকেটে ২১০ রান করে চেন্নাই। দলের হয়ে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন  সিএসকে-র অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াড।

  এরপর জয়ের জন্য রান তাড়া করতে নামে লখনউ।  শেষ ৩ ওভারে জিততে এলএসজির দরকার ছিল ৪৭ রান। ১৮তম ওভারে মুস্তাফিজুর রহমান ১৫ রান দেওয়ায় সিএসকে ও এলএসজি ভক্তদের মধ্যে টানটান উত্তেজনা তৈরি হয়। এরপর এলএসজির ১২ বলে ৩২ রান দরকার ছিল। ১৯তম ওভারেও আসে ১৫ রান। শেষ ৬ বলে জয়ের জন্য আর ১৭ রান বাকি ছিল। শেষ ওভারের প্রথম দুই বলেই ১৫ রান উঠে যায়। আবার এর মধ্যে একটি নো-বল ছিল আর চেন্নাইয়ের হাত থেকে ম্যাচও বেরিয়ে গিয়েছিল। ওভারের তৃতীয় বলে চার মেরে ৬ উইকেটে এলএসজির জয় সুনিশ্চিত করেন মার্কাস স্টইনিস।১৯.৩ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কে এল রাহুলের দল। এদিন স্টইনিসের ব্যাটকে চেন্নাইয়ের বোলাররা কেউই রুখতে পারলেন না। ৬৩ বলে ১২৪ রান করে অপরাজিত রইলেন তিনি।

  এই জয়ে লখনউ পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠে এল। অন্যদিকে, এই হারে ধোনির দল লিগ তালিকার পঞ্চম স্থানে নেমে গেল। চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ ২৮ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে এবং লখনউ দল ২৭ এপ্রিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। 

এবারের আইপিএল- এ ভক্তদের বারবার নিরাশ করে চলেছে ধোনি, রোহিত, কোহলির দল। তাঁদের দলগুলির স্থিতি যেন অনেকটাই ফিকে। পয়েন্ট টেবিলের নিচের দিকে দেখা যাচ্ছে তাদেরকে। যদিও এখনও অনেক ম্যাচ বাকি, তবু প্রশ্ন উঠছে এভাবেই চলবে নাকি আগামী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াবে সিএসকে, মুম্বই ইন্ডিয়ানস, আরসিবি?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *