আগের ম্যাচে পাঞ্জাবের কাছে হেরে এবার তার বদলা নিল চেন্নাই।

IPL 2024/CSK vs PBKS: পাঞ্জাবের বিরুদ্ধে হারের বদলা চেন্নাইয়ের, পয়েন্ট টেবিলে তিনে CSK!

News Sports
Share this news

চলতি আইপিএল-এ(IPL 2024) ধর্মশালায় চেন্নাই সুপার কিংসের(Chennai Super kings) কাছে পরাজয় স্বীকার করে নিতে হল পঞ্জাব কিংসকে(Punjab kings)। এদিন পাঞ্জবের বোলাররা ভালো বল করলেও চেন্নাইয়ের বোলাররা আরও ভালো বল করে বাজিমাত করে দিয়েছে।আগের ম্যাচে পাঞ্জাবের কাছে হেরে এবার তার বদলা নিল চেন্নাই। 

টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন পাঞ্জাবের অধিনায়ক স্যাম কারেন। চেন্নাই এদিন আগে নেমে খুব বেশি সুবিধা করতে পারেনি পাঞ্জাবের বোলারদের সামনে।ওপেন করতে নেমে ব্যর্থ হন অজিঙ্ক রাহানে।দ্বিতীয় উইকেটে রুতুরাজের সঙ্গে জুটি হয় ড্যারিল মিচেলের। ভাল খেলছিলেন তাঁরা। পাওয়ার প্লে কাজে লাগিয়ে বড় শট খেলছিলেন। ৫৭ রানের জুটি হয় দুই ব্যাটারের মধ্যে।

এরপরই চেন্নাইকে জোড়া ধাক্কা দেন রাহুল চাহার। নিজের প্রথম ওভারেই পর পর দু’বলে রুতুরাজ ও শিবমকে দুবের মতো ব্যাটারদের উইকেট তুলে নেন তিনি। রুতুরাজ করেন ২১ বলে ৩২ রান। শিবম আরও একটি ম্যাচে প্রথম বলে শূন্য রানে ফেরেন। হর্ষল পটেলের বলে ৩০ রান করে আউট হন মিচেল। এবারের আইপিএলে এই প্রথম বার শূন্য রানে আউট হন  ধোনি। হর্ষলের বলে বোল্ড হয়ে যান তিনি।শেষ চার ওভারে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন জাডেজা ও শার্দূল।  ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে সিএসকে।

এরপর জয়ের জন্য রান তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই পঞ্জাবকে জোড়া ধাক্কা কেতে হয় তুষার দেশপাণ্ডের কাছে। একই ওভারে দুই বিদেশি জনি বেয়ারস্টো ও রিলি রুসোকে আউট করেন তিনি। চার নম্বরে নামা শশাঙ্ক সিংহ ও প্রভসিমরন সিংহ পাল্টা আক্রমণের পথে যান। পাওয়ার প্লে-র বাকি ওভারগুলিতে রান ওঠে। দু’জনেই বড় শট খেলছিলেন। পাওয়ার প্লে শেষে চেন্নাইয়ের স্পিনারেরা বল করতে আসার পরে বেশ সমস্যায় পড়ে পঞ্জাব। ৬২ রানে ২ উইকেট হারিয়েছিল পাঞ্জাব।৭৮ রানের মধ্যে ৭ উইকেট পড়ে যায় তাদের। হরপ্রীত ব্রার ও রাহুল চেষ্টা করলেও দলকে জেতাতে পারেননি। তাঁরা হারের ব্যবধান খানিকটা কমালেও শেষ রক্ষা করতে পারেননি।। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস। ২৮ রানে ম্যাচ জেতে চেন্নাই।আর এই জয়ের ফলে ১২ পয়েন্ট হল চেন্নাইয়ের। আইপিএলের পয়েন্ট তালিকায় এক লাফে তিন নম্বরে উঠে এলেন ধোনিরা। 

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *