মঙ্গলবার আইপিএল-এর( IPl 2024) প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের (SunRisers Hyderabad) বিরুদ্ধে অনায়াসে জয়লাভ করে ১৭ তম আইপিএল-এর ফাইনালে পৌঁছে গেল গৌতম গম্ভীরের(Gautam Gambhir) কলকাতা নাইট রাইডার্স(Kolkata Knight Riders)।
ছবি- সৌজন্যে কলকাতা নাইট রাইডার্স ফেসবুক
চলতি আইপিএল-এ শুরুর পর যাঁর পারফরম্যান্স নিয়ে ক্রিকেটমহলে চর্চার শেষ ছিল না, তিনিই কোয়ালিফায়ারে কামাল করে দিলেন! ২৪.৭৫ কোটি টাকায় কেনা মিচেল স্টার্ক(Mitchell starc) মোক্ষম জবাব দিয়ে থামিয়ে দিলেন সমালোচনার ঝড়। আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে অবিশ্বাস্য ফর্মে দেখা গেল মিচেল স্টার্ক’কে। মঙ্গলবার গুরুত্বপূর্ণ ম্যাচে নিজের কোটার চার ওভারে ৩৪ রানের বিনিময়ে তিন উইকেট তুলে নিলেন বাঁহাতি পেসার।
মঙ্গলবার, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টসে হেরে ফিল্ডিং করতে নেমেছিল শাহরুখের(shah rukh khan) দল। ম্যাচের দ্বিতীয় বলে শূন্য রানেই হেডকে ফেরত পাঠান স্টার্ক। বৈভব অরোরার বলে আউট হন অভিষেক। মাত্র ১৩ রানেই দুই উইকেট হারায় হায়দরাবাদ। হেড-অভিষেক শর্মার ওপেনিং জুটি কোয়ালিফায়ারে কার্যত ব্যর্থ হয়। স্টার্ক প্রতিপক্ষকে আরও কোণঠাসা করে দিলেন নিজের তৃতীয় ওভারে। শেষ দু’বলে পর পর আউট করলেন নীতীশ কুমার রেড্ডি (৯) এবং শাহবাজ় আহমেদকে (শূন্য)।৩৯ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পর হায়দরাবাদকে লড়াইয়ে ফেরান তিন নম্বরে নামা রাহুল ত্রিপাঠী এবং ছ’নম্বরে নামা হেনরিখ ক্লাসেন। পঞ্চম উইকেটে জুটিতে আগ্রাসী মেজাজে তাঁরা তুললেন ৬২ রান। কিন্তু সেইভাবে খুব বেশি সুবিধা করতে পারেনি এদিন কেকেআর-এর বোলিং-এর সামনে। একেবারে পর্যুদস্ত হয় হায়দরাবাদ।খুচরো রান নেওয়ার ক্ষেত্রেও ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারছিলেন না তাঁরা। শেষে কামিন্সের ২৪ বলে ৩০ রান দলের স্কোরকে ১৫০ পার করায়। ১৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৯ রানে থেমে যায় প্যাট কামিন্সের দল।
পরে ব্যাট করতে নেমে জয়ের জন্য রান তুলতে বিশেষ বেগ পেতে হয়নি কেকেআর-কে। সল্টের অনুপস্থিতিতে সুনীল নারিনের সঙ্গে ওপেন করলেন রহমানুল্লা গুরবাজ। প্রথম ম্যাচে ২৩ রান করে ফিরলেন আফগান ব্যাটার। চতুর্থ ওভারে ৪৪ রানে প্রথম উইকেটের পতন হওয়ার পর কেকেআরের দ্বিতীয় উইকেট পড়ে ৬৭ রানে। সপ্তম ওভারে কামিন্সের বলে বড় বাউন্ডারি মারতে গিয়ে বিজয়কান্ত’র হাতে ক্যাচ দেন নারিন(২১)। এরপর আর কোনও উইকেট হারাতে হয়নি নাইটদের। ভেঙ্কটেশ আইয়ার(৫১*) ও শ্রেয়স আইয়ার(৫৮*) মিলে জয়ের জন্য পর্যাপ্ত রান অনায়াসেই তুলে ফেলেন। ৮ উইকেটে ৩৮ বল বাকি থাকতে ১৬৪ রান তুলে ফেলে কেকেআর। সেই সঙ্গে ম্যাচ জিতে নজির গড়ল কেকেআর।এই প্রথমবার লিগ টেবলের শীর্ষে থেকে প্লে-্অফ নিশ্চিত করে ফাইনালেও সবার আগে পৌঁছে গেল গৌতম গম্ভীরের দল। ট্রফি থেকে আর এক কদম দূরে তাঁরা।
(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর জানতে ফলো করুন আমাদের X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)