ইডেনে এক ঐতিহাসিক অধ্যায় রচনা করলেন জস বাটলার(Jos Buttler) । মঙ্গলবার নাইটদের বিরুদ্ধে অনবদ্য ও অবিশ্বাস্য ইনিংস খেললেন তিনি। অসম্ভবকে সম্ভব করে রাজস্থানের (Rajasthan royals) জয় ছিনিয়ে নিলেন জস বাটলার। সুনীল নারিনের (Sunil Narine) সেঞ্চুরির পাল্টা জবাব দিলেন সেঞ্চুরিতেই। নারিনের ১০৯ রানের ইনিংসের জবাবে জস বাটলারের ব্যাটে ৬০ বলে ১০৭ রান উঠে এল। নাইটদের(Kolkata knight riders) হাতছাড়া হয়ে গেল লিগ টেবিলের শীর্ষে যাওয়ার সুযোগও।
টস জিতে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) প্রথমে কেকেআরকে ব্যাট করতে পাঠায়। ফিল সল্ট বেশি রান করতে পারেননি। মাত্র ১০ রানে ফিরতে হয় সল্টকে। নারিনের ঝোড়ো ব্যাটিং রাজস্থান রয়্যালসের বোলারদের দিশাহারা করে দেয়। ২০ ওভারে কেকেআর ২২৩ রান করে।
রাজস্থানের জয়ের জন্য ২০ ওভারে ২২৪ রান দরকার ছিল। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ইডেনের ব্যাটিং পিচ এবং ছোট বাউন্ডারিতে টি-টোয়েন্টি ক্রিকেটে, এই রান একেবারেই নিরাপদ নয়। তাই ভালো বল করতে হত নাইটদের। রাজস্থানও জানত জিততে হলে শুরু থেকেই চালিয়ে খেলতে হবে। সেটাই তাঁরা করল। যশস্বী জয়সওয়াল, জস বাটলাররা শুরু করলেন মারকুটে ভঙ্গিতে। জয়সওয়াল ১৯ রানে আউট হয়ে যান। স্যামসনও মাত্র ১২ রানে থেমে যান। কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত হাল ধরে রইলেন বাটলার। ইডেন দেখল বাটলার শো। ইনিংসের শেষ চার ওভারে কার্যত একার হাতে নাইটদের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নিলেন বাটলার (Jos Buttler)। ১৪ থেকে ১৯ ওভারের মধ্যেই ৮৭ রান তুলে নিল রাজস্থান। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৯ রান। সেটা তুলতেও বিশেষ বেগ পেতে হল না বাটলারকে। এটা বাটলারের দ্বিতীয় সেঞ্চুরি। বাটলারের কাঁধে ভর করে শীর্ষস্থানে অটুট রইল রাজস্থান।