আউট হয়ে মাঠের মধ্যে মেজাজ হারিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। আর তার জন্য হল জরিমানা।

IPL 2024/ Virat Kohli: আউট হয়ে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কি কোহলির, জরিমানা বিসিসিআই-এর

News Sports
Share this news

আউট হয়ে মাঠের মধ্যে মেজাজ হারিয়েছিলেন বিরাট কোহলি(Virat Kohli)। আর তার জন্য হল জরিমানা। আউট হয়ে অসন্তোষ প্রকাশ ও মাঠে আম্পায়ারের সঙ্গে তর্কাতর্কিতে জড়ানোর জন্য কোহলির ম্যাচ ফি-র ৫০ শতাংশ জরিমানা করল বিসিসিআই (BCCI)

 রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের(Kolkata Knight Riders) বিরুদ্ধে মাঠে নেমেছিল আরসিবি(Royal Challengers Bengaluru)।ইডেনের দর্শক প্রিয় কোহলির  ঝোড়ে ব্যাটিং দেখার অপেক্ষায় ছিল। নাইটদের ২২২ রানের জবাবে ব্যাট করতে নামে কোহলি ও ডুপ্লেসিস। শুরুটা দারুণভাবেই করেছিলেন বিরাট। কিন্তু ৬ বলে ১৮ রান করে ফেলেছিলেন। তারপরই ঘটল সেই ঘটনা। হর্ষিত রানার বলে ক্যাচ উঠিয়ে দিলেন কোহলি। সেই ক্যাচ ধরেন খোদ হর্ষিতই। আম্পায়ার আঙুল তুলতেই বিরক্তি প্রকাশ করেন বিরাট। সঙ্গে সঙ্গে ডিআরএস নেন। তবে রিভিউয়ে দেখা যায়, বল তাঁর কোমরের নির্দিষ্ট উচ্চতাতেই ছিল। নিয়ম ভাঙেনি। তাই ফেয়ার ডেলিভারি। আউট ঘোষণা করা হয় কোহলিকে। তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত মানতে নারাজ ছিলেন বিরাট। তিনি মাঠের আম্পায়ারের দিকে তেড়ে যান। তর্কবিতর্ক জুড়ে যায় আম্পায়ের সঙ্গে কোহলির। সেই কারণে বিসিসিআই-এর তরফে জরিমানা করা হল বিরাট কোহলিকে।

বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, IPL-এর আচরণবিধির ২.৮ আর্টিকেলের অধীনে লেভেন ওয়ান অপরাধ করেছিলেন কোহলি। পরে তিনি নিজের অপরাধ স্বীকারও করে নেন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *