ইজরায়েল (Israel)কে জবাব দিতে তবে কি এবার পরমাণু যুদ্ধের পথে হাঁটতে চলেছে ইরান (Iran)?
শুক্রবার ভোরেই ইরানের(Iran) ‘নির্দিষ্ট লক্ষ্যবস্তু’তে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইজ়রায়েল (Israel)। আমেরিকার সংবাদমাধ্যম খবর এমনটাই খবর পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলেও বিস্ফোরণের খবর দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ইরানের পরমাণু নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আহমেদ হাঘতালব সে দেশের আধা সরকারি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ইজ়রায়েল(Israel) তাঁদের পরমাণু কেন্দ্র এবং পরমাণু পরিকাঠামোগুলি লক্ষ্য করে আক্রমণ চালালে তাঁরাও চুপ করে থাকবে না।
পরমাণু সংক্রান্ত নীতি পুনর্বিবেচনা করে দেখা হবে।ইজরায়েলকে রুখতে নিজেদের পরমাণু নীতিতে বদল আনার কথা ভাবছে ইরান। সে ক্ষেত্রে নিজেদের চিরাচরিত ‘অনাক্রমণ’ নীতি থেকে সরে আসতেও পিছপা হবে না তাঁরা। এই পরিস্থিতিতে ইরান-ইজরায়েলের মধ্যে পরমাণু যুদ্ধ লাগতে পারে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল।
তবে ইরানের সর্বোচ্চ প্রশাসনিক স্তর থেকে এখনই কোনও ইঙ্গিত যদিও দেয়নি, তবে ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়ে রাখতে চলেছে তেহরান। ইরানের বক্তব্য, তাদের খুব ভাল করেই জানা রয়েছে, ইজরায়েলের কোথায় কোথায় পরমাণু কেন্দ্র রয়েছে। প্রয়োজনে সেগুলি লক্ষ্য করেই আক্রমণ চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছে পশ্চিম এশিয়ার এই দেশটি। ইরান-ইজরায়েলের এই যুদ্ধ ধীরে ধীরে ভয়ানক হওয়ার আশঙ্কা রয়েছে। যে যার শক্তি প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। বিশ্বের এই দুই দেশের সংঘাত আবহে দুই দেশের নিরাপত্তা যথেষ্ট বিঘ্নিত। পাশাপাশি পশ্চিম এশিয়ার অনেক দেশই প্রভাবিত হতে পারে মনে করছে বিশেষজ্ঞ মহল।