কোপের মুখে আইটি ফার্মের কর্মীরা। এইচ আরের সঙ্গে ১৫-২০ মিনিটের একটা দুটো মিটিং হচ্ছে। তারপরই জানিয়ে দেওয়া হচ্ছে হয় আপনি কম বেতনে কাজ করুন, নয়তো আপনাকে সরিয়ে দেওয়া হতে পারে।

IT Layoff: কৌশলে Layoff! এক বছরে ২০,০০০-এর বেশি ছাঁটাই আইটি ফার্মে!

Jobs National News
Share this news

 কৌশলে ও নিঃশব্দে চলছে ছাঁটাই। কোপের মুখে আইটি(IT) ফার্মের কর্মীরা। এইচ আরের  সঙ্গে ১৫-২০ মিনিটের একটা দুটো মিটিং হচ্ছে। তারপরই জানিয়ে দেওয়া হচ্ছে হয় আপনি কম বেতনে কাজ করুন, নয়তো আপনাকে সরিয়ে দেওয়া হতে পারে। আপনি স্বেচ্ছায় ছেড়ে দিতে পারেন। জানানোর পর কোনওরকম সময়ও দেওয়া হচ্ছে না কর্মীদের।বর্তমানে এটাই বাস্তব পরিস্থিতি আইটি ফার্মে। বাধ্য হয়ে ইস্তফা দিয়ে দিচ্ছেন অনেকেই।২০২৩ থেকে ২০২৪ -এ বহু জনের সঙ্গে এমন ঘটনা ঘটেছে।

অল ইন্ডিয়া আই অ্যান্ড আইটিইএস এমপ্লয়িজ ইউনিয়েনের তথ্য অনুসারে ২০২৩ সালে অন্তত ২০,০০০ আইটি কর্মীর চাকরি গিয়েছে গোটা দেশ জুড়ে। আরও বেশি হতে পারে সংখ্যাটা, সূত্রের খবর। ২০২৪ সালেও প্রচুর আইটি কর্মীর ছাঁটাই হয়েছে। প্রায় ২০০০ থেকে ৩০০০ আইটি কর্মীর চাকরি গিয়েছে। NITES(Nascent Information Technology Employees Senate) প্রেসিডেন্ট হরপ্রিত সিং সালুজা জানিয়েছেন, একবার যদি কাউকে টার্মিনেট করে দেওয়া হয় তার পক্ষে আবার চাকরি পাওয়াটা খুব সমস্যার। এমনকি পরিস্থিতি এমন জায়গায় গিয়েছে যে এক একজন কর্মীকে ১০-১২ ঘণ্টার জায়গায় ১৪-১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। সমস্ত কোম্পানির ক্ষেত্রেই একই পরিস্থিতি তৈরি হয়েছে। কাজের সময় ক্রমেই বাড়িয়ে দেওয়া হচ্ছে। এহেন পরিস্থিতিতে বেশ বিপাকে পড়েছেন বহু চাকরিহারা আইটি কর্মী। আর যাঁদের চাকরি আছে, আতঙ্কে রয়েছেন রীতিমতো।

 (বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X (Twitter), Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *