৯৭ রানের পার্টনারশিপের পর পরের ১১১ রানে ৬ উইকেট পতন। ১০ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোহারান হারল ভারত।দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকের ম্যাচে শ্রীলঙ্কার স্পিনারদের কাছে ধস নামল ভারতীয় ব্যাটিং-এ। উল্লেখযোগ্য, জেফ্রি ভ্যান্ডারসে একাই তুলে নিয়েছেন ৬ উইকেট।

Jeffrey Vandersay, Ind vs SL 2nd ODI: রোহিতের দূরন্ত হাফ সেঞ্চুরি ! তবু ভ্যান্ডারসের ঘূর্ণি বলে উড়ে গেল ভারত!

News Sports
Share this news

৯৭ রানের পার্টনারশিপের পর পরের ১১১ রানে ৬ উইকেট পতন। ১০ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা(Sri Lanka)র বিরুদ্ধে গোহারান হারল ভারত(India)।দ্বিতীয় একদিনের আন্তর্জাতিকের(2nd ODI) ম্যাচে শ্রীলঙ্কার স্পিনারদের কাছে ধস নামল ভারতীয় ব্যাটিং-এ। উল্লেখযোগ্য,  জেফ্রি ভ্যান্ডারসে(Jeffrey Vandersay) একাই তুলে নিয়েছেন ৬ উইকেট।

প্রথমে ব্যাট করে ২৪০ রান করেছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতার জন্য ২৪১ রানের টার্গেট তাড়া করতে নামে ভারত। ওপেনিং জুটি ভাঙে ১৩.৩ ওভারে ৯৭ রানে। রোহিত শর্মা(Rohit Sharma) পাঁচটি চার ও চারটি ছয়ের সাহায্যে ৪৪ বলে ৬৪ রান করে ভ্যান্ডারসের বলে আউট হন। শুভমান গিল ও শিবম দুবেকে অষ্টাদশ ওভারের প্রথম ও পঞ্চম বলে আউট করেন ভ্যান্ডারসে। গিল ৪৪ বলে ৩৫ করেন। শিবম দুবে ৪ বলে শূন্য রানে লেগ বিফোর। ১৯.৪ ওভারে বিরাট কোহলিও এলডব্লিউ হন ভ্যান্ডারসের বলে। বিরাট ১৯ বলে ১৪ রান করেন। ১১৬ রানে পড়েছিল দ্বিতীয় উইকেট, ১২৩ রানে চতুর্থ উইকেট। ২১.৫ ওভারে ১৩৩ রানে পঞ্চম উইকেট হারায় ভারত। শ্রেয়স আইয়ার ৯ বলে ৭ রান করে ভ্যান্ডারসের বলে লেগ বিফোর। ২৩.১ ওভারে ১৪৭ রানে ভারতের ষষ্ঠ উইকেটি পড়ে। কে এল রাহুল ২ বলে ০ রানে বোল্ড হয়ে যান ভ্যান্ডারসের বলে।সেখান থেকে ২৩.১ ওভারে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ৬ উইকেটে ১৪৭। অর্থাৎ স্কোরবোর্ডে ৫০ রান যোগ হওয়ার মধ্যে ৬ উইকেট পড়ে যায় ভারতের। 

১৪৭ রানে ছয় উইকেট হারিয়ে ধুঁকতে থাকা ভারতীয় ব্যাটিংকে অক্ষর পটেল এবং ওয়াশিংটন সুন্দর খানিক অক্সিজেন প্রদান করেন। সপ্তম উইকেটে দুইজনে যোগ করেন ৩৮ রান। তবে অক্ষর ৪৪ রানে আউট হওয়ার পর আর তেমন কেউ লড়াই করতে পারেননি। ২০৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস।

(বিস্তারিত খবর, সঠিক খবর, গুরুত্বপূর্ণ খবর  জানতে  ফলো করুন আমাদের  X Twitter, Facebook, YouTube, এবং Instagram পেজ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *